০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীতে আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার, নৌযান চলাচাল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম মুন্সী বাজার ও রাজবাড়ী সদর উপজেলার সীমান্তবর্তী চর বরাট এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছে। বেড়ায় ঘন সুতি ও কাঁথা জাল দিয়ে পোনা সকল মাছ আটকা পড়ছে। এতে নৌযান চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের সাথে পাবনা অঞ্চলের জেলেরা মিলে দুই সপ্তাহ ধরে বেড়া দিয়েছেন।

সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় ও সংলগ্ন রাজবাড়ী সদর উপজেলার চর বরাট এলাকায় পদ্মা নদী জুড়ে বিশাল আকারের বেড়া দেয়া রয়েছে। সহ¯্রাধিক বাঁশের বাঁধের সাথে কাঁথা ও ঘন সুতি জাল স্থাপন করা হয়েছে। বেড়ার বিভিন্ন স্থানে জাল দিয়ে বিশেষ ধরনের ফাঁদ বা ঘোনা তৈরী করা হয়েছে। চলার পথে বেড়ায় বাধাপ্রাপ্ত হয়ে মাছ জালের ওই ঘোনায় আটকা পড়ে। এক্ষেত্রে শুধুমাত্র বড় আকারের মাছ নয় ছোট পোনা মাছও আটকা পড়ছে। এছাড়া বিভিন্ন ধরনের জলজ প্রাণীও আটকা পড়ছে।

চরা বরাট এলাকায় স্থাপিত বেড়ার কাছে থাকা পাহারায় নিয়োজিত এক শ্রমিককে জাল পরিস্কার করতে দেখা যায়। এসময় তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে উত্তর না দিয়ে জাল পরিস্কার করতে থাকেন। কেমন মাছ পরছে জানতে চাইলে বলেন, তেমন মাছ পাওয়া যাচ্ছেনা। কয়েকদিন তো কোন মাছই পায়নি। কিছুদিন ধরে কিছু মাছ দেখা যাচ্ছে। কারা বেড়া দিয়েছে জানতে চাইলে বলেন, এখানকার কয়েকজন সাথে পাবনার জেলেরা রয়েছে। রাতভর ও ভোরে জাল থেকে মাছ ছাড়িয়ে বিক্রির জন্য মানিকগঞ্জের আরিচা ঘাটে নেয়।

স্থানীয় নাজিমুদ্দিন, আক্কাছ আলী, খায়রুল, রাজবাড়ী সদর বরাটের দুলাল কাজী এবং পাবনার নৈদা হালদার, নগরবাড়ি এলাকার দুখু হালদার সহ কয়েকজন মিলে বাঁশের বেড়া দুটি স্থাপন করে। দুটি বেড়ার সাথে অন্তত দেড় সহস্রাধিক বাঁশ বসানো হয়েছে। এছাড়া বেড়ায় লক্ষাধিক টাকার জাল স্থাপন করা হয়েছে। আড়াআড়ি করে বেড়া দেয়ায় সহজে নৌকা চলাচল করতে পারেনা। এ নিয়ে মাঝে মধ্যে এলাকাবাসীর সাথে তাদের বাকবিতন্ডাও সৃষ্টি হচ্ছে।

চর বরাট এলাকার শাহজাহান শেখ বলেন, নদীর একপাড় থেকে আরেক পাড় পর্যন্ত আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে নদী আটকে দিয়েছে। একেতো বেড়া দিয়ে সব ধরনের মাছ শিকার করা অন্যায়। তারপর আবার নৌকা যাতায়াতের রাস্তা পর্যন্ত তারা বন্ধ করে দিয়ে আরো বড় অন্যায় করছে। বিষয়টি কেউ দেখার যদি থাকতো তাহলে এতদিন বেড়া থাকে কিভাবে?

মুন্সী বাজার এলাকার হাফিজুল ইসলাম বলেন, দিন দিন নদীর মাছ কমে যাচ্ছে। তারপর নদী আটকে বাঁশের বেড়ার সাথে ঘন সুতি জাল দিয়ে আটকে দেওয়ায় পোনা-ডিম পর্যন্ত আটকা পড়ছে। এতে আমরা নিজেরাই ক্ষতি ডেকে আনছি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, নদীতে আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার করা দন্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের কারাদন্ড ও জরিমানা, সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা জরিমানা করার বিধান রয়েছে। কিছুদিন আগে নদীতে দুটি বেড়া থাকার খবর পেয়ে আমরা এবং সদর উপজেলা যৌথভাবে অভিযান চালিয়ে অপসারণ করি। নতুন করে বেড়া দেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মা নদীতে আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার, নৌযান চলাচাল ব্যাহত

পোস্ট হয়েছেঃ ০৬:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম মুন্সী বাজার ও রাজবাড়ী সদর উপজেলার সীমান্তবর্তী চর বরাট এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছে। বেড়ায় ঘন সুতি ও কাঁথা জাল দিয়ে পোনা সকল মাছ আটকা পড়ছে। এতে নৌযান চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের সাথে পাবনা অঞ্চলের জেলেরা মিলে দুই সপ্তাহ ধরে বেড়া দিয়েছেন।

সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় ও সংলগ্ন রাজবাড়ী সদর উপজেলার চর বরাট এলাকায় পদ্মা নদী জুড়ে বিশাল আকারের বেড়া দেয়া রয়েছে। সহ¯্রাধিক বাঁশের বাঁধের সাথে কাঁথা ও ঘন সুতি জাল স্থাপন করা হয়েছে। বেড়ার বিভিন্ন স্থানে জাল দিয়ে বিশেষ ধরনের ফাঁদ বা ঘোনা তৈরী করা হয়েছে। চলার পথে বেড়ায় বাধাপ্রাপ্ত হয়ে মাছ জালের ওই ঘোনায় আটকা পড়ে। এক্ষেত্রে শুধুমাত্র বড় আকারের মাছ নয় ছোট পোনা মাছও আটকা পড়ছে। এছাড়া বিভিন্ন ধরনের জলজ প্রাণীও আটকা পড়ছে।

চরা বরাট এলাকায় স্থাপিত বেড়ার কাছে থাকা পাহারায় নিয়োজিত এক শ্রমিককে জাল পরিস্কার করতে দেখা যায়। এসময় তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে উত্তর না দিয়ে জাল পরিস্কার করতে থাকেন। কেমন মাছ পরছে জানতে চাইলে বলেন, তেমন মাছ পাওয়া যাচ্ছেনা। কয়েকদিন তো কোন মাছই পায়নি। কিছুদিন ধরে কিছু মাছ দেখা যাচ্ছে। কারা বেড়া দিয়েছে জানতে চাইলে বলেন, এখানকার কয়েকজন সাথে পাবনার জেলেরা রয়েছে। রাতভর ও ভোরে জাল থেকে মাছ ছাড়িয়ে বিক্রির জন্য মানিকগঞ্জের আরিচা ঘাটে নেয়।

স্থানীয় নাজিমুদ্দিন, আক্কাছ আলী, খায়রুল, রাজবাড়ী সদর বরাটের দুলাল কাজী এবং পাবনার নৈদা হালদার, নগরবাড়ি এলাকার দুখু হালদার সহ কয়েকজন মিলে বাঁশের বেড়া দুটি স্থাপন করে। দুটি বেড়ার সাথে অন্তত দেড় সহস্রাধিক বাঁশ বসানো হয়েছে। এছাড়া বেড়ায় লক্ষাধিক টাকার জাল স্থাপন করা হয়েছে। আড়াআড়ি করে বেড়া দেয়ায় সহজে নৌকা চলাচল করতে পারেনা। এ নিয়ে মাঝে মধ্যে এলাকাবাসীর সাথে তাদের বাকবিতন্ডাও সৃষ্টি হচ্ছে।

চর বরাট এলাকার শাহজাহান শেখ বলেন, নদীর একপাড় থেকে আরেক পাড় পর্যন্ত আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে নদী আটকে দিয়েছে। একেতো বেড়া দিয়ে সব ধরনের মাছ শিকার করা অন্যায়। তারপর আবার নৌকা যাতায়াতের রাস্তা পর্যন্ত তারা বন্ধ করে দিয়ে আরো বড় অন্যায় করছে। বিষয়টি কেউ দেখার যদি থাকতো তাহলে এতদিন বেড়া থাকে কিভাবে?

মুন্সী বাজার এলাকার হাফিজুল ইসলাম বলেন, দিন দিন নদীর মাছ কমে যাচ্ছে। তারপর নদী আটকে বাঁশের বেড়ার সাথে ঘন সুতি জাল দিয়ে আটকে দেওয়ায় পোনা-ডিম পর্যন্ত আটকা পড়ছে। এতে আমরা নিজেরাই ক্ষতি ডেকে আনছি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, নদীতে আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার করা দন্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের কারাদন্ড ও জরিমানা, সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা জরিমানা করার বিধান রয়েছে। কিছুদিন আগে নদীতে দুটি বেড়া থাকার খবর পেয়ে আমরা এবং সদর উপজেলা যৌথভাবে অভিযান চালিয়ে অপসারণ করি। নতুন করে বেড়া দেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।