Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বালুভর্তি বাল্কহেড ও আনলোড ড্রেজার অপসারণ

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ জুন ২০২১, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বালু ভর্তি সকল প্রকার বাল্কহেড এবং আনলোড ড্রেজার অপসারণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে এসব অপসারণ করে।

সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া নবনির্মিত ৭নম্বর ফেরিঘাট এলাকায় ডজন খানেক বালুভর্তি বাল্কহেড আনলোডের অপেক্ষায় রয়েছে। বাল্কহেড থেকে বালু আনলোডের জন্য ঘাটে আরো ডজন খানেক আনলোড ডেজার (স্যালো ইঞ্জিন চালিত খনন যন্ত্র) রয়েছে।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যোগসাজসে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা বালুর ব্যবসা করছিল। নতুন নির্মিত ৭ ও ৫নম্বর ফেরি ঘাট সড়কের দুই পাশে এবং ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে চাতাল বানিয়ে স্তুপ করা বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
ভুক্তোভোগীরা জানান, চাতাল থেকে বালু লোড-আনলোডের সময় বাতাসে মিশে পথচারী সহ যানবাহনে প্রবেশ করে দুর্ভোগ বাড়ায়। ৭ নম্বর ঘাটের মাথায় সড়কের অনেক জায়গা দখল করে স্থানীয় ১নম্বর ওয়ার্ড সদস্য কাসেম খানের নেতৃত্বে বিশাল বালু মহাল তৈরী হয়েছে। এই চাতালের বালি আনলোডের সময় মাঝেমধ্যে ফেরি ঘাট সড়ক আটকে চলাচল বন্ধ হয়ে যানজট তৈরী হয়। এ নিয়ে গত বুধবার দেশের শীর্ষ দৈনিক এবং রাজবাড়ী জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ীমেইল ডটকম-এ প্রতিবেদন প্রকাশিত হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউপি সদস্য কাসেম খানকে ১৫ হাজার এবং আরেক চাতালের অংশিদার মালিক সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম। এসময় আগামী শনিবারের মধ্যে সবাইকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

শনিবার সকাল থেকে উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ ৭নম্বর ফেরি ঘাট থেকে শুরু করে লঞ্চ ঘাটের বিপরিত পাশে অভিযান পরিচালনা করে। এসব এলাকায় নদী পাড়ে অবস্থিত সকল বাল্কহেড এবং আনলোড ড্রেজার অপসারণ করা হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপপরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহা. মাসুদ পারভেজ, নৌ সংরক্ষন ও পরিচালনা বিভাগের সহকারী পরিচালক এনামুল হক, উপসহকারী প্রকৌশলী মোকবুল হোসেন, সমন্বয় কর্মকর্তা বেলায়েত হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ইউএনও আজিজুল হক খান মামুন বলেন, ফেরি ঘাট আধুনিকায়নে প্রায় ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হচ্ছে। তার অংশ হিসেবে অভিযান শুরু হয়েছে। দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে ২ কিলোমিটার এবং উজানে ৪ কিলোমিটার এলাকায় উন্নয়ন কাজ হবে। ৬ কিলোমিটারের মধ্যে যত প্রকার বাল্কহেড সহ অবৈধ স্থাপনা থাকবে সব অপসারণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি