০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে একাধিক ডাকাতি, অস্ত্র ও মানব পাচার মামলার দুই আসামী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শুক্রবার ভোরের দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। যাদের বিরুদ্ধে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় ও ফেরিঘাট এলাকায় ডাকাতি সহ বেশ কয়েকটি ডাকাতি, অস্ত্র, মানব পাচার ও মাদকের মামলার রয়েছে।

গেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে আরমান ওরফে রনি (২৮) ও খুলনার পটিয়াঘাট থানার খাড়াবাদ বামতলী গ্রামের আমজাদ শেখ এর ছেলে উত্তর দৌলতদিয়া হঠাৎ পাড়ার বাসিন্দা মো. রুবেল ওরফে রবি শেখ (৩০)। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান আকন্দ জানান, গত ১৫ নভেম্বর দিবাগত মধ্যরাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানালঘাট কেকেএস সেফহোম সংলগ্ন মেহগনি বাগানে একদল আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে এস.আই হাবিবুর রহমান, এস.আই দেওয়ান শামীম খান, এএসআই মনিরুল আলম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। হাতেনাতে ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চটের বস্তাভর্তি দুটি রামদা, কয়েকটি চাকু, গাছের গুঁড়ি জব্দ করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে পলাতক হিসেবে রুবেল ওরফে রবি শেখকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে দৌলতদিয়ার নব নির্মিত ৭নম্বর ফেরিঘাট সড়কের মাথায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে। এসময় বাকি কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চটের বস্তা ও গাছের গুঁড়ি জব্দ করে। ওই ঘটনায় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরমান ওরফে রনিকে শুক্রবার ভোরে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আরমান ওরফে রনির বিরুদ্ধে থানায় অস্ত্র, মানব পাচার, ডাকাতি, মাদকদ্রব্য সহ অন্তত ৭টি মামলা রয়েছে। রুবেল ওরফে রবির বিরুদ্ধেও একাধিক ছিনতাই মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে একাধিক ডাকাতি, অস্ত্র ও মানব পাচার মামলার দুই আসামী গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৫:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শুক্রবার ভোরের দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। যাদের বিরুদ্ধে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় ও ফেরিঘাট এলাকায় ডাকাতি সহ বেশ কয়েকটি ডাকাতি, অস্ত্র, মানব পাচার ও মাদকের মামলার রয়েছে।

গেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে আরমান ওরফে রনি (২৮) ও খুলনার পটিয়াঘাট থানার খাড়াবাদ বামতলী গ্রামের আমজাদ শেখ এর ছেলে উত্তর দৌলতদিয়া হঠাৎ পাড়ার বাসিন্দা মো. রুবেল ওরফে রবি শেখ (৩০)। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান আকন্দ জানান, গত ১৫ নভেম্বর দিবাগত মধ্যরাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানালঘাট কেকেএস সেফহোম সংলগ্ন মেহগনি বাগানে একদল আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে এস.আই হাবিবুর রহমান, এস.আই দেওয়ান শামীম খান, এএসআই মনিরুল আলম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। হাতেনাতে ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চটের বস্তাভর্তি দুটি রামদা, কয়েকটি চাকু, গাছের গুঁড়ি জব্দ করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে পলাতক হিসেবে রুবেল ওরফে রবি শেখকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে দৌলতদিয়ার নব নির্মিত ৭নম্বর ফেরিঘাট সড়কের মাথায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে। এসময় বাকি কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চটের বস্তা ও গাছের গুঁড়ি জব্দ করে। ওই ঘটনায় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরমান ওরফে রনিকে শুক্রবার ভোরে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আরমান ওরফে রনির বিরুদ্ধে থানায় অস্ত্র, মানব পাচার, ডাকাতি, মাদকদ্রব্য সহ অন্তত ৭টি মামলা রয়েছে। রুবেল ওরফে রবির বিরুদ্ধেও একাধিক ছিনতাই মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।