০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পুলিশের হাতে ফেনসিডিল সহ দুই যুবক গ্রেপ্তার

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ফেনসিডিল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার নিজ বাড়ি থেকে ফেনসিডিল সহ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো নিলু শেখের পাড়ার আকরাম হোসেন এর ছেলে জুয়েল রানা (৩২) ও ঠাকুরগার রানীশৈংকল উপজেলার বাউতনগর গ্রামের আব্দুল জব্বার মুন্সীর ছেলে আব্দুল মতিন (৪২)।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরের নিলু শেখের পাড়ার আকরাম হোসেন এর বাড়িতে মাদকের কারবারের কথা শুনে পুলিশ অভিযান চালায়। হাতেনাতে ৭৫ বোতল ফেনসিডিল সহ জুয়েল ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ দেখে আরো একজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুইজন সহ পলাতক স্থানীয় কুমড়াকান্দি গ্রামের জুলহাস শেখ এর ছেলে শান্ত ওরফে চাঁদাই শেখকে (২৯) আসামী করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে সোমবার গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পুলিশের হাতে ফেনসিডিল সহ দুই যুবক গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৩:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ফেনসিডিল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার নিজ বাড়ি থেকে ফেনসিডিল সহ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো নিলু শেখের পাড়ার আকরাম হোসেন এর ছেলে জুয়েল রানা (৩২) ও ঠাকুরগার রানীশৈংকল উপজেলার বাউতনগর গ্রামের আব্দুল জব্বার মুন্সীর ছেলে আব্দুল মতিন (৪২)।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরের নিলু শেখের পাড়ার আকরাম হোসেন এর বাড়িতে মাদকের কারবারের কথা শুনে পুলিশ অভিযান চালায়। হাতেনাতে ৭৫ বোতল ফেনসিডিল সহ জুয়েল ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ দেখে আরো একজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুইজন সহ পলাতক স্থানীয় কুমড়াকান্দি গ্রামের জুলহাস শেখ এর ছেলে শান্ত ওরফে চাঁদাই শেখকে (২৯) আসামী করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে সোমবার গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।