০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় ঈদে ঘুরমুখী অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলার ডুবি

রাজবাড়ীমেইল ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যাত্রীবোঝাই ছেড়ে আসা একটি ঈদে ঘরমুখী ট্রলার মাঝ পদ্মায় পৌছলে ডুবে যায়। ওই ট্রলারে অন্তত ২৫ জন যাত্রী ছিল। যাত্রীদের অভিযোগ, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায়। স্থানীয় জেলেরা যাত্রীদের উদ্ধার করে। ট্রলার চালক বা মালিকানা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, যাত্রী ও সাধারণ পণ্যবাহি গাড়ি পারাপার বন্ধ করতে উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার দুপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে সোমবার রাতে ঘাটে আটকে থাকা পন্যবাহি গাড়ি পারাপার শেষে মঙ্গলবার সকাল থেকে শুধুমাত্র রোগীবাহি এ্যাম্বুলেন্স পারাপারে এক-দুটি ছোট ফেরি চালু রাখা হয়। এ কারণে অনেক যাত্রী বিকল্প উপায়ে এই রুটে ইঞ্জিন চালিত নৌকায় পারাপার হচ্ছিল। লকডাউনের শুরু থেকে এই রুটের সকল লঞ্চল চলাচল বন্ধ রয়েছে। রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী শত শত মানুষ ফেরি ও লঞ্চ বন্ধ থাকায় বিপাকে পড়েন। বাধ্য হয়ে অনেকে সরকারের নির্দেশনা অমান্য করে নৌকায় নদী পাড়ি দেন।

উদ্ধার হওয়া যাত্রী শাকিল শেক জানায়, তারা দুই ভাই গাজীপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করেন। লকডাউনের পর থেকে তারা সেখানেই আটকা ছিলেন। ফরিদপুর শহরে তাদের বাড়ি হওয়ায় ঈদ করতে দুই ভাই গতকাল ভোরে রওয়ানা করে সকাল নয়টার দিকে পাটুরিয়ায় পৌছেন। ফেরিতে উঠতে না পারায় জনপ্রতি ২০০ টাকা হারে ভাড়া দিয়ে ট্রলারে উঠেন। ছোট মাছ ধরার ট্রলার হওয়ায় ধারণ ক্ষমতা ছিল মাত্র ১০-১২ জন। তারা কারো কথা না শুনে প্রায় ২৫ জনের মতো যাত্রী তোলে। মাঝ নদীতে পৌছার আগেই তারা ভাড়া তুলতে নৌকায় আসা-যাওয়া করায় ঢেউয়ের তোড়ে নৌকা উল্টে ডুবে যায়। আমরা অনেক কষ্টে আরেক জেলের নৌকায় উঠলেও টাকা ও মোবাইলসহ কাপড়ের ব্যাগ সব তলিয়ে গেছে।

আহত যাত্রী শাহিন খান বলেন, ঢাকার আব্দুল্লাহপুর একটি কোম্পানীতে চাকুরী করেন। বরিশালের বাকেরগঞ্জ বাড়ি। ঈদ করতে বাড়ি যাবেন বলে তিনি ভোরে সেহরি খেয়েই রওয়ানা করেন। অনেক কষ্টে ভেঙে ভেঙে পাটুরিয়ায় পৌছে ট্রলারে নদী পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তার মতো ট্রলারের ৫-৬ জন যাত্রী উঠতে পারেনি।

খবর পেয়ে ঘাটে পৌছেন গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান রাজবাড়ীমেইলকে বলেন, সবার সাথে কথা বলে মনে হয়েছে সকল যাত্রী উঠে গেছে। এরপর আমাদের একটি টিম আরো ভালোভাবে খোঁজ খবর নিচ্ছে। যদি কেউ না উঠে থাকে তাহলে তার সন্ধান করা হবে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্নাফ আলী শেখ রাজবাড়ীমেইলকে বলেন, যাত্রী পারাপার কোনভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা যাত্রী পারাপারা ঠেকাতে দুইজন ট্রলার চালককে আটক করেছি। আমাদের পুলিশ সদস্যরা কয়েকভাগে ভাগ হয়ে কাজ করছে। এভাবে যাত্রী পারাপার করায় একটি ছোট ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে স্থানীয় জেলেদের সহযোগিতায় যাত্রীরা প্রাণে রক্ষা পায়। এখন পর্যন্ত কোন নিখোঁজের খবর পাওয়া যায়নি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মায় ঈদে ঘুরমুখী অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলার ডুবি

পোস্ট হয়েছেঃ ০৬:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যাত্রীবোঝাই ছেড়ে আসা একটি ঈদে ঘরমুখী ট্রলার মাঝ পদ্মায় পৌছলে ডুবে যায়। ওই ট্রলারে অন্তত ২৫ জন যাত্রী ছিল। যাত্রীদের অভিযোগ, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায়। স্থানীয় জেলেরা যাত্রীদের উদ্ধার করে। ট্রলার চালক বা মালিকানা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, যাত্রী ও সাধারণ পণ্যবাহি গাড়ি পারাপার বন্ধ করতে উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার দুপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে সোমবার রাতে ঘাটে আটকে থাকা পন্যবাহি গাড়ি পারাপার শেষে মঙ্গলবার সকাল থেকে শুধুমাত্র রোগীবাহি এ্যাম্বুলেন্স পারাপারে এক-দুটি ছোট ফেরি চালু রাখা হয়। এ কারণে অনেক যাত্রী বিকল্প উপায়ে এই রুটে ইঞ্জিন চালিত নৌকায় পারাপার হচ্ছিল। লকডাউনের শুরু থেকে এই রুটের সকল লঞ্চল চলাচল বন্ধ রয়েছে। রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী শত শত মানুষ ফেরি ও লঞ্চ বন্ধ থাকায় বিপাকে পড়েন। বাধ্য হয়ে অনেকে সরকারের নির্দেশনা অমান্য করে নৌকায় নদী পাড়ি দেন।

উদ্ধার হওয়া যাত্রী শাকিল শেক জানায়, তারা দুই ভাই গাজীপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করেন। লকডাউনের পর থেকে তারা সেখানেই আটকা ছিলেন। ফরিদপুর শহরে তাদের বাড়ি হওয়ায় ঈদ করতে দুই ভাই গতকাল ভোরে রওয়ানা করে সকাল নয়টার দিকে পাটুরিয়ায় পৌছেন। ফেরিতে উঠতে না পারায় জনপ্রতি ২০০ টাকা হারে ভাড়া দিয়ে ট্রলারে উঠেন। ছোট মাছ ধরার ট্রলার হওয়ায় ধারণ ক্ষমতা ছিল মাত্র ১০-১২ জন। তারা কারো কথা না শুনে প্রায় ২৫ জনের মতো যাত্রী তোলে। মাঝ নদীতে পৌছার আগেই তারা ভাড়া তুলতে নৌকায় আসা-যাওয়া করায় ঢেউয়ের তোড়ে নৌকা উল্টে ডুবে যায়। আমরা অনেক কষ্টে আরেক জেলের নৌকায় উঠলেও টাকা ও মোবাইলসহ কাপড়ের ব্যাগ সব তলিয়ে গেছে।

আহত যাত্রী শাহিন খান বলেন, ঢাকার আব্দুল্লাহপুর একটি কোম্পানীতে চাকুরী করেন। বরিশালের বাকেরগঞ্জ বাড়ি। ঈদ করতে বাড়ি যাবেন বলে তিনি ভোরে সেহরি খেয়েই রওয়ানা করেন। অনেক কষ্টে ভেঙে ভেঙে পাটুরিয়ায় পৌছে ট্রলারে নদী পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তার মতো ট্রলারের ৫-৬ জন যাত্রী উঠতে পারেনি।

খবর পেয়ে ঘাটে পৌছেন গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান রাজবাড়ীমেইলকে বলেন, সবার সাথে কথা বলে মনে হয়েছে সকল যাত্রী উঠে গেছে। এরপর আমাদের একটি টিম আরো ভালোভাবে খোঁজ খবর নিচ্ছে। যদি কেউ না উঠে থাকে তাহলে তার সন্ধান করা হবে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্নাফ আলী শেখ রাজবাড়ীমেইলকে বলেন, যাত্রী পারাপার কোনভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা যাত্রী পারাপারা ঠেকাতে দুইজন ট্রলার চালককে আটক করেছি। আমাদের পুলিশ সদস্যরা কয়েকভাগে ভাগ হয়ে কাজ করছে। এভাবে যাত্রী পারাপার করায় একটি ছোট ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে স্থানীয় জেলেদের সহযোগিতায় যাত্রীরা প্রাণে রক্ষা পায়। এখন পর্যন্ত কোন নিখোঁজের খবর পাওয়া যায়নি।