০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আউট‌সোর্সিংয়ের না‌মে জনবল নি‌য়োগের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে অস্থায়ী কর্মচারী‌দের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রেলও‌য়ে‌তে আউট‌সো‌সিং ও ঠিকাদা‌রের মাধ্যমে জনবল নি‌য়োগের প্রতিবাদে মানববন্ধন ক‌রে‌ছে রাজবাড়ী‌ রেলও‌য়ের সব-‌ডি‌বিশ‌নের অস্থায়ী কর্মচারী‌বৃন্দ। বুধবার বেলা ১১টার দি‌কে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন প্রাঙ্গ‌নে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

এ সময় মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন, গেটকিপার জ‌সিম উদ্দিন, রাজবাড়ী রেলও‌য়েশ্রমিক জো‌টের সভাপ‌তি প‌রিমল কুমার অ‌ধিকারী, সহ-সভাপ‌তি আব্দু্রর বা‌তেন মিয়া, রেলও‌য়ে শ্রমিক লী‌গের সাংগঠ‌নিক দপ্তর জা‌কির হো‌সেন মেট আনোয়ার হো‌সেন, গেট‌কিপার সনাতন কুমার বিশ্বাস, স‌জিব বিশ্বাস, ফুল মিয়া, প‌রিচ্ছন্নকর্মী রা‌বেয়া সহ অ‌নে‌কে।

জানা‌গে‌ছে, রাজস্ব খা‌তে আওতাভূক্ত হ‌বার আশায় রাজবাড়ী রেলও‌য়ে সাব ডি‌বিশ‌নের মেকা‌নিক্যাল, ই‌ঞ্জি‌নিয়া‌রিং, ট্রাফিক, সিগন্যাল, মে‌ডি‌কেল সহ ক‌য়েক‌টি শাখার ৩ শতা‌ধিক কর্মচারী অস্থায়ী ভি‌ত্তি‌তে কাজ ক‌রে আস‌ছে বহু বছর। ২০১৭ সা‌লের গে‌জেট অনুযায়ী তা‌দের ৩ বছর কাজ করার পর রাজস্ব খা‌তে স্থায়ী করার কথা ছিল। কিন্তু চলতি বছ‌রের ৩০ মে এক প্রজ্ঞাপনের আউট‌সো‌সিং ও ঠিকাদা‌রের মাধ্যমে আগামী ৩০ জুনের পর জনবল নি‌য়ো‌গের কথা বলা হয়। ফলে রাজস্ব খা‌তে স্থায়ী হ‌তে আন্দোলনে নে‌মে‌ছে রাজবাড়ী রেলও‌য়ে সাব ডি‌বিশ‌নের অস্থায়ী কর্মচারীবৃন্দ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

আউট‌সোর্সিংয়ের না‌মে জনবল নি‌য়োগের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে অস্থায়ী কর্মচারী‌দের মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ১১:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রেলও‌য়ে‌তে আউট‌সো‌সিং ও ঠিকাদা‌রের মাধ্যমে জনবল নি‌য়োগের প্রতিবাদে মানববন্ধন ক‌রে‌ছে রাজবাড়ী‌ রেলও‌য়ের সব-‌ডি‌বিশ‌নের অস্থায়ী কর্মচারী‌বৃন্দ। বুধবার বেলা ১১টার দি‌কে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন প্রাঙ্গ‌নে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

এ সময় মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন, গেটকিপার জ‌সিম উদ্দিন, রাজবাড়ী রেলও‌য়েশ্রমিক জো‌টের সভাপ‌তি প‌রিমল কুমার অ‌ধিকারী, সহ-সভাপ‌তি আব্দু্রর বা‌তেন মিয়া, রেলও‌য়ে শ্রমিক লী‌গের সাংগঠ‌নিক দপ্তর জা‌কির হো‌সেন মেট আনোয়ার হো‌সেন, গেট‌কিপার সনাতন কুমার বিশ্বাস, স‌জিব বিশ্বাস, ফুল মিয়া, প‌রিচ্ছন্নকর্মী রা‌বেয়া সহ অ‌নে‌কে।

জানা‌গে‌ছে, রাজস্ব খা‌তে আওতাভূক্ত হ‌বার আশায় রাজবাড়ী রেলও‌য়ে সাব ডি‌বিশ‌নের মেকা‌নিক্যাল, ই‌ঞ্জি‌নিয়া‌রিং, ট্রাফিক, সিগন্যাল, মে‌ডি‌কেল সহ ক‌য়েক‌টি শাখার ৩ শতা‌ধিক কর্মচারী অস্থায়ী ভি‌ত্তি‌তে কাজ ক‌রে আস‌ছে বহু বছর। ২০১৭ সা‌লের গে‌জেট অনুযায়ী তা‌দের ৩ বছর কাজ করার পর রাজস্ব খা‌তে স্থায়ী করার কথা ছিল। কিন্তু চলতি বছ‌রের ৩০ মে এক প্রজ্ঞাপনের আউট‌সো‌সিং ও ঠিকাদা‌রের মাধ্যমে আগামী ৩০ জুনের পর জনবল নি‌য়ো‌গের কথা বলা হয়। ফলে রাজস্ব খা‌তে স্থায়ী হ‌তে আন্দোলনে নে‌মে‌ছে রাজবাড়ী রেলও‌য়ে সাব ডি‌বিশ‌নের অস্থায়ী কর্মচারীবৃন্দ।