০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রীর দোয়া নিলেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাদেল

আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দোয়া নিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল শুক্রবার রাতে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সাক্ষাতকালে শফিউল আলম নাদেল তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গতকাল শুক্রবার বিকালে শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঢাকার বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আবুল মাল আবদুল মুহিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়ায় শফিউল আলম চৌধুরী নাদেলকে অভিনন্দন জানিয়ে বলেন, সবাই মিলে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সাক্ষাতকালে শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

উল্লেখ্য, সাবেক এই ছাত্রনেতা সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রীর দোয়া নিলেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাদেল

পোস্ট হয়েছেঃ ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দোয়া নিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল শুক্রবার রাতে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সাক্ষাতকালে শফিউল আলম নাদেল তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গতকাল শুক্রবার বিকালে শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঢাকার বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আবুল মাল আবদুল মুহিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়ায় শফিউল আলম চৌধুরী নাদেলকে অভিনন্দন জানিয়ে বলেন, সবাই মিলে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সাক্ষাতকালে শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

উল্লেখ্য, সাবেক এই ছাত্রনেতা সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন।