নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন গোয়ালন্দ ও রাজবাড়ী সদর থানার সাবেক সেকেন্ড অফিসার সোমনাথ বসু। শনিবার (১৭ ডিসেম্বর) রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন তিনি।এসময় এ থানার কর্মরত পুলিশ সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সোমনাথ বসু এর আগে সৈয়দপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ হিসেবে পোস্টিং করা হয়। তিন বছর আগে তিনি রাজবাড়ী জেলার সদর থানা, গোয়ালন্দ ও পাংশা থানার সেকেন্ড অফিসার হিসেবে কাজ করেছেন।
সোমনাথ বসু জানান, তিনি রাজবাড়ীতে সদর থানা সহ তিনটি থানায় কাজ করেছেন।পরে তিনি সৈয়দপুরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।বর্তমানি তিনি এ জেলার জিআরপি থানার অফিসার ইনচার্জ হিসেবে কাজ করতে যেগদান করেছেন। জেলার সকলের সহযোগীতা নিয়ে কাজ করতে চান তিনি। তার ভালোলাগার একটি স্থান হিসেবে রাজবাড়ীতে যেগদান করতে পেরে তিনি আনন্দিত।