০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কোভিড-১৯ এ আক্রান্ত

হারুন-অর-রশীদ , ফরিদপুরঃ এবার ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা এবং ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা দাঁড়োলো ১ হাজার ৪০৭ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৩ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরীতে ৩৭৬ টি নমূনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভ আসা এই রোগীদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এবং পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুর নাম রয়েছেন বলে সিভিল সার্জন জানান। গত সোমবার (২২ জুন) তাঁদের নমূনা সংগ্রহ করা হয়।

জেলার সরকারি ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গত সোমবার শ্বাসকষ্ট ও জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা। অপরদিকে পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু তার শহরের ঝিলটুলীস্থ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবার। এছাড়া পৌরসভার মেয়র শেখ মাহতাব আলীর মেথুর গাড়ী চালক মো. আব্দুস সবুরও কোভিড-১৯ আক্রান্ত বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে ফরিদপুরে নতুন শনাক্ত ১০১ জনের মধ্যে ১১ জন পুলিশ সদস্য, ২ জন র‍্যাব সদস্য, ১ জন চিকিৎসক ও ১ জন ওষুধ কোম্পানির প্রতিনিধি রয়েছেন। উপজেলাভিত্তিক হিসাবে এই ১০১ জনের মধ্যে সদরের ৫৫ জন, ভাঙ্গায় ২৫ জন, নগরকান্দায় ১২ জন, বোয়ালমারীতে ৭ জন এবং মধুখালী ও সালথায় ১ জন করে রয়েছেন। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৩০ জন নারী ও ৭১ জন পুরুষ। এই ১০১ জনের বয়সভিত্তিক হিসাব—শূন্য থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ১৪ জন, ২১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৪৮ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ৩০ জন এবং ৬১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন।

ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন ১৩২ জন। এর মধ্যে ফরিদপুরে ৬টি ফলোআপসহ ১০৭ জন, গোপালগঞ্জে ২৪ জন ও পাবনার ১ জন রয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে করোনা শনাক্ত হলেন মোট ১ হাজার ৪০৭ জন। তাঁদের মধ্যে ফরিদপুর সদরে রয়েছেন ৫০২ জন, ভাঙ্গায় ২৮৩ জন, বোয়ালমারীতে ২০৭ জন, সদরপুরে ৯৫ জন, নগরকান্দায় ৮৯ জন, চরভদ্রাসন ৭৯, সালথায় ৫৭ জন, আলফাডাঙ্গায় ৫২ জন ও মধুখালীতে ৪৩ জন রয়েছেন।

এর আগে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর নমূনা পরীক্ষার পর গত ১৯ জুন তিনি কোবিড-১৯ এ আক্রান্ত হন বলে রিপোর্ট আসে। তিনি বর্তমানে তাঁর ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কোভিড-১৯ এ আক্রান্ত

পোস্ট হয়েছেঃ ০৯:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০

হারুন-অর-রশীদ , ফরিদপুরঃ এবার ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা এবং ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা দাঁড়োলো ১ হাজার ৪০৭ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৩ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরীতে ৩৭৬ টি নমূনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভ আসা এই রোগীদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এবং পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুর নাম রয়েছেন বলে সিভিল সার্জন জানান। গত সোমবার (২২ জুন) তাঁদের নমূনা সংগ্রহ করা হয়।

জেলার সরকারি ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গত সোমবার শ্বাসকষ্ট ও জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা। অপরদিকে পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু তার শহরের ঝিলটুলীস্থ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবার। এছাড়া পৌরসভার মেয়র শেখ মাহতাব আলীর মেথুর গাড়ী চালক মো. আব্দুস সবুরও কোভিড-১৯ আক্রান্ত বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে ফরিদপুরে নতুন শনাক্ত ১০১ জনের মধ্যে ১১ জন পুলিশ সদস্য, ২ জন র‍্যাব সদস্য, ১ জন চিকিৎসক ও ১ জন ওষুধ কোম্পানির প্রতিনিধি রয়েছেন। উপজেলাভিত্তিক হিসাবে এই ১০১ জনের মধ্যে সদরের ৫৫ জন, ভাঙ্গায় ২৫ জন, নগরকান্দায় ১২ জন, বোয়ালমারীতে ৭ জন এবং মধুখালী ও সালথায় ১ জন করে রয়েছেন। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৩০ জন নারী ও ৭১ জন পুরুষ। এই ১০১ জনের বয়সভিত্তিক হিসাব—শূন্য থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ১৪ জন, ২১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৪৮ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ৩০ জন এবং ৬১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন।

ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন ১৩২ জন। এর মধ্যে ফরিদপুরে ৬টি ফলোআপসহ ১০৭ জন, গোপালগঞ্জে ২৪ জন ও পাবনার ১ জন রয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে করোনা শনাক্ত হলেন মোট ১ হাজার ৪০৭ জন। তাঁদের মধ্যে ফরিদপুর সদরে রয়েছেন ৫০২ জন, ভাঙ্গায় ২৮৩ জন, বোয়ালমারীতে ২০৭ জন, সদরপুরে ৯৫ জন, নগরকান্দায় ৮৯ জন, চরভদ্রাসন ৭৯, সালথায় ৫৭ জন, আলফাডাঙ্গায় ৫২ জন ও মধুখালীতে ৪৩ জন রয়েছেন।

এর আগে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর নমূনা পরীক্ষার পর গত ১৯ জুন তিনি কোবিড-১৯ এ আক্রান্ত হন বলে রিপোর্ট আসে। তিনি বর্তমানে তাঁর ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।