নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ তীব্র দাবদাহে রাজবাড়ীর জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রেগীদের অত্যাধিক চাপ দেখ গেছে। রোগীর চাপে হাসপাতাল কতৃপক্ষ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।
রোববার সকালে জেলা সদর হাসপাতালে দেখা যায়, তীব্র গরমে আক্রান্ত রোগীরা আউটডোর ও ইনডোরে ভিড় করে চিকিৎসা সেবা নিতে আসছেন। এর মধ্যে গরম জনিত রোগী বেশি। ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীরাই বেশি। সকাল ১০ টা পর্যন্ত ২২ বেডের ডায়রিয়া ওয়ার্ডে ৩৫ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে রোগীর চাপ আরো বাড়বে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ডায়রিয়া ছাড়াও জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগীদের চাপ রয়েছে হাসপাতালে।
রোগীর চাপে ১০০ বেডের হাসপাতালে বর্তমানে আড়াইশো রোগী ভর্তি রয়েছে।এর মধ্যে তীব্র গরম জনিত রোগীর সংখাই বেশি। স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে তিন চার গুন বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। ইনডোর ভর্তি রোগীদের পাশাপাশি আউটডোরে চিকিৎসা নিচ্ছেন ১হাজার দুইশ থেকে দের হাজার রোগী।
সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মো. আব্দুল হান্নান জানান, তীব্র রোদ ও অতি মাত্রায় গরমের কারনে হাসপাতালে রোগীর চাপ বেশি রয়েছে।এতে হাসপাতালের বেড ছাড়িয়ে ফ্লোরেও চিকিৎসা সেবা দিতে হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় দের হাজার রোগী শুধু আউটডেরে চিকিৎসা দিতে হচ্ছে। ইনডোরে ১০০ বেডের হাসপাতালে বর্তমানে ২৫০ জন রোগী ভর্তি আছে।তবে ঔষধ থাকায় রোগীদের চিকিৎসা সেবা দিতে পারছেন বলে জানান।