০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মা নদীর দুটি বড় ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুটি বড় ইলিশ ১০ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে স্থানীয় জেলে আনিস হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে অবস্থিত দুলাল মন্ডলের আড়তে নিয়ে উন্মুক্ত নিলামে এক ব্যবসায়ীর কাছে মাছ দুটি বিক্রি করেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১০ হাজার ২০০ টাকায় ইলিশ দুটি বিক্রি করেন।

দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় বড় কাতলা, বাগাড়, পাঙ্গাশ এবং বোয়াল জাতীয় মাছ ধরা পড়ে। তবে বড় ইলিশের দেখা সহজে মেলেনা। আজ শনিবার ভোর রাতের দিকে নদীতে ইলিশ শিকার করতে গিয়ে জেলে আনিস হালদারের জালে প্রায় সাড়ে তিন কেজি ওজনের দুটি ইলিশ ধরা পড়ে। পদ্মা নদীর এতবড় ইলিশ এই মৌসুমে এবারই প্রথম দেখা গেল।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা বলেন, পদ্মা এবং যমুনা নদীর মোহনায় আজ শনিবার সকালে জেলে আনিস হালদার জাল ফেলে। তাদের জালে বড় আকারের দুটি পদ্মার বিখ্যাত ইলিশ মাছ ধরা পড়ে। দুইটি ইলিশ মাছের ওজন প্রায় সাড়ে তিন কেজি। এরমধ্যে একটির ওজন প্রায় ১ কেজি ৮৫০ গ্রাম এবং অপরটির ওজন প্রায় ১ কেজি ৬০০ গ্রাম। এতবড় ইলিশ মাছ ধরা পড়ার খবর পেয়ে অনেকে উৎসুক মানুষ দেখতে ছুটে আসেন। শনিবার বেলা ১০ টার দিকে তিনি গোয়ালন্দের দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মন্ডলের আড়ত থেকে মাছ দুটি ৯ হাজার ১৮০ টাকায় কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ৩ হাজার টাকা করে ১০ হাজার ২০০ টাকায় মাছ দুটি বিক্রি করেন।

জেলে আনিস হালদার বলেন, আজ শনিবার ভোররাতের দিকে কয়েকজন মিলে নৌকা এবং জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যাই। দীর্ঘক্ষন অপেক্ষার পরে সকাল ৮ টার দিকে জাল টান দিতেই বড় বড় দুটি ইলিশ মাছ আটকা পরে। বেলা ১০ দিকে মাছ দুটি বিক্রির জন্য দুলাল মন্ডলের আড়তে নিয়ে যায়। সেখানে উন্মুক্ত নিলামে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যাবসায়ী আলমগীর শেখ কিনে নেন। এমন বড় ইলিশ মাছ খুব একটা ধরা পরে না। অনেকদিন পর মাছ পেয়েছি এবং ভালো দাম পেয়ে খুব খুশি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এরপর যদি হয় পদ্মা নদীর বড় ইলিশ। তবে এতবড় ইলিশ মাছ এই সময়ে খুব একটা দেখা না গেলেও বর্ষা মৌসুমে মাঝে মধ্যে দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই এই মাছ কিনে নেন। বড় মাছে জেলে এবং ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের পদ্মা নদীর দুটি বড় ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

পোস্ট হয়েছেঃ ১০:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুটি বড় ইলিশ ১০ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে স্থানীয় জেলে আনিস হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে অবস্থিত দুলাল মন্ডলের আড়তে নিয়ে উন্মুক্ত নিলামে এক ব্যবসায়ীর কাছে মাছ দুটি বিক্রি করেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১০ হাজার ২০০ টাকায় ইলিশ দুটি বিক্রি করেন।

দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় বড় কাতলা, বাগাড়, পাঙ্গাশ এবং বোয়াল জাতীয় মাছ ধরা পড়ে। তবে বড় ইলিশের দেখা সহজে মেলেনা। আজ শনিবার ভোর রাতের দিকে নদীতে ইলিশ শিকার করতে গিয়ে জেলে আনিস হালদারের জালে প্রায় সাড়ে তিন কেজি ওজনের দুটি ইলিশ ধরা পড়ে। পদ্মা নদীর এতবড় ইলিশ এই মৌসুমে এবারই প্রথম দেখা গেল।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা বলেন, পদ্মা এবং যমুনা নদীর মোহনায় আজ শনিবার সকালে জেলে আনিস হালদার জাল ফেলে। তাদের জালে বড় আকারের দুটি পদ্মার বিখ্যাত ইলিশ মাছ ধরা পড়ে। দুইটি ইলিশ মাছের ওজন প্রায় সাড়ে তিন কেজি। এরমধ্যে একটির ওজন প্রায় ১ কেজি ৮৫০ গ্রাম এবং অপরটির ওজন প্রায় ১ কেজি ৬০০ গ্রাম। এতবড় ইলিশ মাছ ধরা পড়ার খবর পেয়ে অনেকে উৎসুক মানুষ দেখতে ছুটে আসেন। শনিবার বেলা ১০ টার দিকে তিনি গোয়ালন্দের দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মন্ডলের আড়ত থেকে মাছ দুটি ৯ হাজার ১৮০ টাকায় কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ৩ হাজার টাকা করে ১০ হাজার ২০০ টাকায় মাছ দুটি বিক্রি করেন।

জেলে আনিস হালদার বলেন, আজ শনিবার ভোররাতের দিকে কয়েকজন মিলে নৌকা এবং জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যাই। দীর্ঘক্ষন অপেক্ষার পরে সকাল ৮ টার দিকে জাল টান দিতেই বড় বড় দুটি ইলিশ মাছ আটকা পরে। বেলা ১০ দিকে মাছ দুটি বিক্রির জন্য দুলাল মন্ডলের আড়তে নিয়ে যায়। সেখানে উন্মুক্ত নিলামে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যাবসায়ী আলমগীর শেখ কিনে নেন। এমন বড় ইলিশ মাছ খুব একটা ধরা পরে না। অনেকদিন পর মাছ পেয়েছি এবং ভালো দাম পেয়ে খুব খুশি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এরপর যদি হয় পদ্মা নদীর বড় ইলিশ। তবে এতবড় ইলিশ মাছ এই সময়ে খুব একটা দেখা না গেলেও বর্ষা মৌসুমে মাঝে মধ্যে দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই এই মাছ কিনে নেন। বড় মাছে জেলে এবং ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।