০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মৎস্য সংরক্ষণ অভিযান, আটককৃত দুই জেলের এক মাসের জেল

ষ্টাফ রিপোর্টারঃ মা ইলিশ রক্ষায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ সমন্বতি অভিযানে শনিবার সকালে পদ্মা নদী থেকে দুই জেলেকে আটক করেছে। এছাড়া বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও কিছু ইলিশ মাছও জব্দ করেছে। আটককৃত দুই জেলের এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আটককৃত দুই জেলে হলো পাবনার সুজানগর উপজেলার বোরকাপুর গ্রামের বক্কার কাজীর ছেলে শামীম কাজী (৩২) ও একই এলাকার রিয়াজ শেখ এর ছেলে ইরাদত শেখ (২৫)। পরে ভ্রাম্যমান আদালত আটককৃত দুই জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল হুদা।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণে ইলিশ শিকার নিষিদ্ধ থাকলেও একটি অসাধু চক্র মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর সমন্বিত যৌথ উদ্যোগে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির ভ্রাম্যমান আদালত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে দুই জেলেকে হাতেনাতে আটক করে। এছাড়া অভিযানকালে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। এসময় নদী থেকে প্রায় ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পড়ে সোনাকান্দা বালুর মাঠে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, আগের দিন শুক্রবার দিনে ও রাতে অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে জেলা সদর উপজেলা এলাকা থেকে চারজন জেলেকে আটক করা হয়েছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা এলাকা থেকে আরো এক জেলেকে আটক করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনের অভিযানে নদী থেকে মোট ৯জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে মৎস্য সংরক্ষণ অভিযান, আটককৃত দুই জেলের এক মাসের জেল

পোস্ট হয়েছেঃ ০৫:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ মা ইলিশ রক্ষায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ সমন্বতি অভিযানে শনিবার সকালে পদ্মা নদী থেকে দুই জেলেকে আটক করেছে। এছাড়া বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও কিছু ইলিশ মাছও জব্দ করেছে। আটককৃত দুই জেলের এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আটককৃত দুই জেলে হলো পাবনার সুজানগর উপজেলার বোরকাপুর গ্রামের বক্কার কাজীর ছেলে শামীম কাজী (৩২) ও একই এলাকার রিয়াজ শেখ এর ছেলে ইরাদত শেখ (২৫)। পরে ভ্রাম্যমান আদালত আটককৃত দুই জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল হুদা।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণে ইলিশ শিকার নিষিদ্ধ থাকলেও একটি অসাধু চক্র মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর সমন্বিত যৌথ উদ্যোগে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির ভ্রাম্যমান আদালত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে দুই জেলেকে হাতেনাতে আটক করে। এছাড়া অভিযানকালে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। এসময় নদী থেকে প্রায় ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পড়ে সোনাকান্দা বালুর মাঠে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, আগের দিন শুক্রবার দিনে ও রাতে অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে জেলা সদর উপজেলা এলাকা থেকে চারজন জেলেকে আটক করা হয়েছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা এলাকা থেকে আরো এক জেলেকে আটক করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনের অভিযানে নদী থেকে মোট ৯জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।