Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

পদ হারানোর সাত দিনের মাথায় পূর্ণবহাল হলেন গোয়ালন্দ উপজেলা কৃষকলীগ সভাপতি

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুই ইউনিয়ন কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমানকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি দেয় জেলা কমিটি। ৭ অক্টোবর শনিবার রাতে রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাবিবুর রহমানকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

এর সাত দিনের মাথায় গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতে আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ সভাপতি হিসেবে হাবিবুর রহমানকে পুর্নবহাল করা হয়। এতে রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন স্বাক্ষর করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনাকে সংগঠন বিরোধী ও শৃঙ্খলা ভঙ্গের গত ৭ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক সমস্ত কর্মকা- হইতে সাময়িকভাবে অব্যাহত প্রদান করা হয়েছিল। এমতবস্থায় উক্ত অব্যাহতি পত্রটি প্রত্যাহার করা হলো এবং সকল ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হলো। বাংলাদেশ কৃষক লীগ, রাজবাড়ী জেলা শাখার দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তি হাবিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শনিবার রাত ১১টার দিকে পোষ্ট করেন।

এর আগে ৫ অক্টোবর উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন। কারণ হিসেবে তাঁরা মেয়াদোত্তীর্ণ কমিটি ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ার বিষয়টি উল্লেখ করেন। এই সিদ্ধান্তকে ‘অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক’ উল্লেখ করে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা পাল্টা পোস্ট দিয়ে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান।

উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শামীম মৃধার মধ্যকার পরষ্পর বিরোধী অবস্থান স্পষ্ট হওয়ায় স্ব স্ব পক্ষের নেতাকর্মীরা গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু হয়। যা নিয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন বলেন, সংগঠন বিরোধী ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাবিবুর রহমানকে ৭ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের সকল কর্মকা- থেকে অব্যাহতি প্রদান করা হয়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে পরষ্পর বিরোধী বক্তব্য চলাচল করায় সাধারণ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের নজরে আসলে তাঁদের সহযোগিতায় শনিবার (১৪ অক্টোবর) রাতে দলীয় কার্যালয়ে জরুরী সিদ্ধান্তে হাবিবুর রহমানকে সভাপতি পদ ফিরিয়ে দেওয়াসহ দলীয় সকল কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ প্রদান করা হয়।

হাবিবুর রহমান বলেন, ২০২২ সালের ২৪ নভেম্বর সম্মেলনে উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পাই। উজানচর ইউনিয়ন কমিটির সভাপতি আবুল প্রামানিককে উপজেলা কৃষকলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিনকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এতে উজানচর ইউনিয়ন কমিটি সভাপতি-সাধারণ সম্পাদক শূন্য হয়ে পড়ে। প্রায় তিন বছর আগে দৌলতদিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটি হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এতে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইভাবে দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের কমিটিও স্থবির হয়ে পড়েছে।

সাধারণ সম্পাদক শামীম মৃধা বলেন, তিনি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর বিভিন্ন সভা সফল করতে নেতাকর্মীদের নিয়ে যান। হাবিবুর রহমান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী এরাদত আলীর সভা সমাবেশ করছেন। কিন্তু সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে সভাপতি-সাধারণ সম্পাদক মিলে নিবো। তাঁকে না জানিয়ে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক দুটি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি