নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও তেরে দেস হোমস (টিডিএইচ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল ৫টায় অনুষ্ঠিত মানবপাচার প্রতিরোধ কমিটির সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।
মানবপাচার প্রতিরোধ কমিটির সভায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতির কর্মসূচি পরিচালক আতাউর রহমান মন্জু সভা সঞ্চালনা করেন।
সভায় বক্তারা মানবপাচার প্রতিরোধে সমন্বিত ভাবে সকলকে কাজ করা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। সেই সাথে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।