০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ক্লুলেস দুই হত্যার রহস্য উদঘাটন,ইজিবাইক চোর চক্রের ৫ সদস‍্য গ্রেপ্তার

শামীম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সম্প্রতি ঘটে যাওয়া দুটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পৃথক দুটি হত্যাকাণ্ডের সাথে জড়িত ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তারও করেছে। সেই সাথে চুরি হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ আশিক(১৯), মোঃ রবিন হোসেন(২২),নিজাম উদ্দিন অরফে সালমান(৩০),আকরাম হোসেন (২৬),সাদ্দাম হোসেন (২৬)। বুধবার সকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সংবাদ সম্মেলনে জানায়, গত ২৬ জানুয়ারি জেলার কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় অজ্ঞাত দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তারা হলো মোঃ ইসমাইল শেখ (৪৫) ও সুজন পাঠান(২৪)। পরে নিহতের পরিবারের সদস্যরা কালুখালী ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথকভাবে মামলা দায়ের করেন। মামলা পরে পুলিশ তদন্ত শুরু করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আসামিদের সম্পর্কে প্রথমিক ধারনা করেন। পরে ঢাকা জেলা ও ঢাকা সিটি কর্পোরেশন এবং পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানায়, খুনি চক্রের একজন চা বিক্রেতা সেজে চায়ের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে ইজিবাইক চালকদের পান করিয়ে ইজিবাইক চুরি করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, পাংশা সার্কেল সুমন কুমার শাহা, ডিআইও ওয়ান সাইদুর রহমানসহ অনান্য অফিসারগণ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ক্লুলেস দুই হত্যার রহস্য উদঘাটন,ইজিবাইক চোর চক্রের ৫ সদস‍্য গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০২:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

শামীম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সম্প্রতি ঘটে যাওয়া দুটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পৃথক দুটি হত্যাকাণ্ডের সাথে জড়িত ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তারও করেছে। সেই সাথে চুরি হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ আশিক(১৯), মোঃ রবিন হোসেন(২২),নিজাম উদ্দিন অরফে সালমান(৩০),আকরাম হোসেন (২৬),সাদ্দাম হোসেন (২৬)। বুধবার সকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সংবাদ সম্মেলনে জানায়, গত ২৬ জানুয়ারি জেলার কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় অজ্ঞাত দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তারা হলো মোঃ ইসমাইল শেখ (৪৫) ও সুজন পাঠান(২৪)। পরে নিহতের পরিবারের সদস্যরা কালুখালী ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথকভাবে মামলা দায়ের করেন। মামলা পরে পুলিশ তদন্ত শুরু করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আসামিদের সম্পর্কে প্রথমিক ধারনা করেন। পরে ঢাকা জেলা ও ঢাকা সিটি কর্পোরেশন এবং পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানায়, খুনি চক্রের একজন চা বিক্রেতা সেজে চায়ের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে ইজিবাইক চালকদের পান করিয়ে ইজিবাইক চুরি করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, পাংশা সার্কেল সুমন কুমার শাহা, ডিআইও ওয়ান সাইদুর রহমানসহ অনান্য অফিসারগণ।