০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে নিজ শিশু সন্তান হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কন্যা শিশু সন্তান হত্যার অভিযোগে বাবা রুবেল বেপারীকে (২৮) গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের ছহোর উদ্দীন বেপারীর ছেলে। এর আগে নিজ শিশু সন্তান হত্যার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়ী ও ননদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও পরিবার জানায়, গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া রবিউল্যা বেপারীর পাড়ার আব্দুল কুদ্দুস শেখ এর মেয়ে কাকলী আক্তারের (২৩) সাথে উপজেলার বকারটিলা গ্রামের রুবেল বেপারীর (২৮) সাথে তিন বছর আগে বিয়ে হয়। তাদের দুইজনের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। পরিবার মেনে নিলে বাড়িতে স্ত্রী কাকলীকে রেখে রুবেলের ঢাকায় কাজ করে। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বাচ্চাটির নাম রাখে রুনা। কন্যা সন্তান জন্মের পর থেকে রুবেল ও তাঁর পরিবার চরমভাবে নাখোশ হয়। এরপর থেকে তুচ্ছ বিষয়ে অজুহাত তুলে কাকলীর ওপর শারীরিক নির্যাতন করতো বলে অভিযোগ উঠে।

অসুস্থ্য শিশু রুনাকে ১৩ আগষ্ট কাকলী ফরিদপুর হাসপাতালে ডাক্তার দেখাতে যায়। ওইদিন দুপুরে ঢাকা থেকে বাড়ি ফিরে রুবেল স্ত্রীকে না পেয়ে ছুটে যান ফরিদপুর। সেখানে কাকলীর সাথে খারাপ আচরণ এবং গালমন্দ করেন। প্রসব পরবর্তী নাতীকে দেখতে ১৪ আগষ্ট রুবেলের বাড়িতে আসেন কাকলীর মা নাজমা বেগম এবং দাদী জহুরা বেগম। রুবেল মা ও দাদীর সাথে খারাপ আচরণ করে কাকলীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। রুবেলের সাথে মারপিটে যোগদেয় শাশুড়ী রুবী বেগম, শ্বশুর ছহোর উদ্দীন বেপারী ও ননদ চায়না বেগম। এমন পরিস্থিতিতে মেয়ে ও নাতীকে নিয়ে বাড়ি আসেন নাজমা বেগম। কিছুদূর যেতেই রুবেল কাকলীর কোল থেকে তিন মাসের শিশু রুনাকে কেড়ে রাখে। পরদিন ১৫আগষ্ট ১১টার দিকে কাকলী ও পরিবারের কাছে রুনার মৃত্যুর খবর আসে। শিশু হত্যার অভিযোগে মা কাকলী থানায় অভিযোগ দিলে পুলিশ ওইদিন রাতেই রুবেলদের বাড়ি থেকে শিশুর মৃত দেহ উদ্ধার এবং শাশুড়ী রুবী বেগমকে গ্রেপ্তার করে। পরদিন কাকলী আক্তার বাদী হয়ে স্বামী রুবেল বেপারী, শ্বশুর ছহের উদ্দীন বেপারী, শাশুড়ী রুবী বেগম এবং ননদ চায়না বেগমকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর জানান, মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশু হত্যার অভিযোগে শিশুর মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন পর বাড়ি আসার খবর পেয়ে পুলিশ বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে শিশুর পিতা পলাতক রুবেলকে গ্রেপ্তার করে। এছাড়া এর আগে শাশুড়ী রুবী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।র্ ার্র

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে নিজ শিশু সন্তান হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৬:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কন্যা শিশু সন্তান হত্যার অভিযোগে বাবা রুবেল বেপারীকে (২৮) গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের ছহোর উদ্দীন বেপারীর ছেলে। এর আগে নিজ শিশু সন্তান হত্যার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়ী ও ননদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও পরিবার জানায়, গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া রবিউল্যা বেপারীর পাড়ার আব্দুল কুদ্দুস শেখ এর মেয়ে কাকলী আক্তারের (২৩) সাথে উপজেলার বকারটিলা গ্রামের রুবেল বেপারীর (২৮) সাথে তিন বছর আগে বিয়ে হয়। তাদের দুইজনের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। পরিবার মেনে নিলে বাড়িতে স্ত্রী কাকলীকে রেখে রুবেলের ঢাকায় কাজ করে। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বাচ্চাটির নাম রাখে রুনা। কন্যা সন্তান জন্মের পর থেকে রুবেল ও তাঁর পরিবার চরমভাবে নাখোশ হয়। এরপর থেকে তুচ্ছ বিষয়ে অজুহাত তুলে কাকলীর ওপর শারীরিক নির্যাতন করতো বলে অভিযোগ উঠে।

অসুস্থ্য শিশু রুনাকে ১৩ আগষ্ট কাকলী ফরিদপুর হাসপাতালে ডাক্তার দেখাতে যায়। ওইদিন দুপুরে ঢাকা থেকে বাড়ি ফিরে রুবেল স্ত্রীকে না পেয়ে ছুটে যান ফরিদপুর। সেখানে কাকলীর সাথে খারাপ আচরণ এবং গালমন্দ করেন। প্রসব পরবর্তী নাতীকে দেখতে ১৪ আগষ্ট রুবেলের বাড়িতে আসেন কাকলীর মা নাজমা বেগম এবং দাদী জহুরা বেগম। রুবেল মা ও দাদীর সাথে খারাপ আচরণ করে কাকলীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। রুবেলের সাথে মারপিটে যোগদেয় শাশুড়ী রুবী বেগম, শ্বশুর ছহোর উদ্দীন বেপারী ও ননদ চায়না বেগম। এমন পরিস্থিতিতে মেয়ে ও নাতীকে নিয়ে বাড়ি আসেন নাজমা বেগম। কিছুদূর যেতেই রুবেল কাকলীর কোল থেকে তিন মাসের শিশু রুনাকে কেড়ে রাখে। পরদিন ১৫আগষ্ট ১১টার দিকে কাকলী ও পরিবারের কাছে রুনার মৃত্যুর খবর আসে। শিশু হত্যার অভিযোগে মা কাকলী থানায় অভিযোগ দিলে পুলিশ ওইদিন রাতেই রুবেলদের বাড়ি থেকে শিশুর মৃত দেহ উদ্ধার এবং শাশুড়ী রুবী বেগমকে গ্রেপ্তার করে। পরদিন কাকলী আক্তার বাদী হয়ে স্বামী রুবেল বেপারী, শ্বশুর ছহের উদ্দীন বেপারী, শাশুড়ী রুবী বেগম এবং ননদ চায়না বেগমকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর জানান, মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশু হত্যার অভিযোগে শিশুর মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন পর বাড়ি আসার খবর পেয়ে পুলিশ বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে শিশুর পিতা পলাতক রুবেলকে গ্রেপ্তার করে। এছাড়া এর আগে শাশুড়ী রুবী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।র্ ার্র