০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে চাঁদাবাজির অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার সকালে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে রাজবাড়ীর ৩নং আমলী আদালতে দৌলতদিয়া যৌনপল্লির পুষ্প রানী নামের এক বাড়িওয়ালী চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন নারায়নের ছেলে রাসেল রাফি (২৫) ও দৌলতদিয়া বাজার এলাকার নুর আলম এর ছেলে মো. রবিন (২৮)। এরমধ্যে রাসেল প্রজন্মডট কম নামক অনলাইন নিউজ পোর্টাল এর ষ্টাফ রিপোর্টার ও রবিন পোর্টালের ভিডিও এডিটর বলে পুলিশকে জানিয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ জানায়, গত ২০ অক্টোবর দিবাগত রাত ১০টার দিকে যৌনপল্লির বাড়িওয়ালী পুষ্প রাণীর বাড়িতে রাসেল, রবিন সহ অজ্ঞাত আরো ৫-৬জন মিলে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদাদাবী করেন। অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে চাঁদার টাকা পরিশোধ না করতে থাকলে পুষ্প রানীকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে ঘরে থাকা ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়। বাকি দেড় লাখ টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ না করলে খুন করার হুমকি দিয়ে তারা চলে আসে। এ ঘটনার পর গত মঙ্গলবার (২৭ অক্টোবর) পুষ্প রানী বাদী হয়ে রাজবাড়ীর ৩নং আমলী আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই দিনই গোয়ালন্দ ঘাট থানায় এজাহারভুক্তের আদেশ দেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আদালতের নির্দেশমতে মঙ্গলবার মামলাটি এজাহারভুক্ত করা হয়। পরিদন বুধবার সকালে তাদের দুইজনকে দৌলতদিয়া ঘাট রেলষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল ও রবিন উভয় অখ্যাত অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে যৌনপল্লিসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করতো। তাদেরকে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে চাঁদাবাজির অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৭:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার সকালে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে রাজবাড়ীর ৩নং আমলী আদালতে দৌলতদিয়া যৌনপল্লির পুষ্প রানী নামের এক বাড়িওয়ালী চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন নারায়নের ছেলে রাসেল রাফি (২৫) ও দৌলতদিয়া বাজার এলাকার নুর আলম এর ছেলে মো. রবিন (২৮)। এরমধ্যে রাসেল প্রজন্মডট কম নামক অনলাইন নিউজ পোর্টাল এর ষ্টাফ রিপোর্টার ও রবিন পোর্টালের ভিডিও এডিটর বলে পুলিশকে জানিয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ জানায়, গত ২০ অক্টোবর দিবাগত রাত ১০টার দিকে যৌনপল্লির বাড়িওয়ালী পুষ্প রাণীর বাড়িতে রাসেল, রবিন সহ অজ্ঞাত আরো ৫-৬জন মিলে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদাদাবী করেন। অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে চাঁদার টাকা পরিশোধ না করতে থাকলে পুষ্প রানীকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে ঘরে থাকা ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়। বাকি দেড় লাখ টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ না করলে খুন করার হুমকি দিয়ে তারা চলে আসে। এ ঘটনার পর গত মঙ্গলবার (২৭ অক্টোবর) পুষ্প রানী বাদী হয়ে রাজবাড়ীর ৩নং আমলী আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই দিনই গোয়ালন্দ ঘাট থানায় এজাহারভুক্তের আদেশ দেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আদালতের নির্দেশমতে মঙ্গলবার মামলাটি এজাহারভুক্ত করা হয়। পরিদন বুধবার সকালে তাদের দুইজনকে দৌলতদিয়া ঘাট রেলষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল ও রবিন উভয় অখ্যাত অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে যৌনপল্লিসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করতো। তাদেরকে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।