০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের অভিযোগ

কামাল হোসেন, রাজবাড়ীঃ সরকার সারাদেশে কৃষি যন্ত্রাংশ ক্রয়ের ক্ষেত্রে ভর্তূকি প্রদান করলেও রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষকরা সেই ভর্তূকির সবটুকু ভোগ করতে পারছেনা। তাদের ভর্তূকি মূল্যের চেয়েও ২৮ হাজার টাকা অধিক মূল্য দিয়ে সিডারসহ পাওয়ার টিলার কিনতে হচ্ছে। যা দরিদ্র কৃষকদের জন্য কষ্টসাধ্য।

কৃষকরা জানায়, বাজার মূল্যের চেয়েও ২৮ হাজার টাকা দাম বেশি ধরায় আমরা প্রতিবাদ করেছি। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার আমাদের কোন কথা শুনছেন না। তিনি অনুমোদিত ডিলার ছাড়া সিডারসহ পাওয়ার টিলার কিনতে দিচ্ছেন না। বিক্ষুদ্ধ কৃষকরা এ ব্যাপারে সুব্যবস্থা গ্রহনের জন্য কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার জানান, কালুখালীর ১৩ জন কৃষক সিডারসহ পাওয়ার টিলার কিনতে পারবেন। সরকার প্রত্যেক কৃষকের জন্য ১ লাখ টাকা ভর্তুকির ব্যবস্থা রেখেছে। অনুমোদিত ডিলার ছাড়া এই পন্য কেনার সুযোগ নেই। অনুমোদিত ডিলারের ২৮ হাজার টাকা অধিক মূল্য গ্রহনের বিষয় জানতে চাইলে পূর্নিমা হালদার জানান, এ তথ্য সঠিক নয়।

কালুখালী উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি কমরেড নজরুল ইসলাম জানায়, এই সরকার কৃষি বান্ধব সরকার। সরকারের প্রদত্ত ভর্তুকি নিয়ে আমলারা যে প্রতারনা ফাঁদ পেতেছে তা ছিন্ন করা হবে। কৃষক প্রতারিত হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।
উপজেলা কৃষক আন্দোলনের নেতা শাহ আজিজ জানান, সরকার কৃষকের প্রতি উদার। তার স্বার্থ বিরোধী কোন কাজ সফল হতে দেওয়া যাবে না।

অভিযোগকারী কৃষক বিল্লাল মন্ডল জানান, সিডারসহ পাওয়ার টিলার দেওয়ার আগেই উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার আমাদের নিকট থেকে ২০ হাজার টাকা করে গ্রহন করেছে। তবে এ টাকার কোন প্রকার রশিদ প্রদান করেননি।

উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার এ প্রসঙ্গে বলেন, জামানত হিসেবে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। কেউ ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে।

কৃষকরা এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালকের সুদৃষ্টি কামনা করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কালুখালীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

কামাল হোসেন, রাজবাড়ীঃ সরকার সারাদেশে কৃষি যন্ত্রাংশ ক্রয়ের ক্ষেত্রে ভর্তূকি প্রদান করলেও রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষকরা সেই ভর্তূকির সবটুকু ভোগ করতে পারছেনা। তাদের ভর্তূকি মূল্যের চেয়েও ২৮ হাজার টাকা অধিক মূল্য দিয়ে সিডারসহ পাওয়ার টিলার কিনতে হচ্ছে। যা দরিদ্র কৃষকদের জন্য কষ্টসাধ্য।

কৃষকরা জানায়, বাজার মূল্যের চেয়েও ২৮ হাজার টাকা দাম বেশি ধরায় আমরা প্রতিবাদ করেছি। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার আমাদের কোন কথা শুনছেন না। তিনি অনুমোদিত ডিলার ছাড়া সিডারসহ পাওয়ার টিলার কিনতে দিচ্ছেন না। বিক্ষুদ্ধ কৃষকরা এ ব্যাপারে সুব্যবস্থা গ্রহনের জন্য কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার জানান, কালুখালীর ১৩ জন কৃষক সিডারসহ পাওয়ার টিলার কিনতে পারবেন। সরকার প্রত্যেক কৃষকের জন্য ১ লাখ টাকা ভর্তুকির ব্যবস্থা রেখেছে। অনুমোদিত ডিলার ছাড়া এই পন্য কেনার সুযোগ নেই। অনুমোদিত ডিলারের ২৮ হাজার টাকা অধিক মূল্য গ্রহনের বিষয় জানতে চাইলে পূর্নিমা হালদার জানান, এ তথ্য সঠিক নয়।

কালুখালী উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি কমরেড নজরুল ইসলাম জানায়, এই সরকার কৃষি বান্ধব সরকার। সরকারের প্রদত্ত ভর্তুকি নিয়ে আমলারা যে প্রতারনা ফাঁদ পেতেছে তা ছিন্ন করা হবে। কৃষক প্রতারিত হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।
উপজেলা কৃষক আন্দোলনের নেতা শাহ আজিজ জানান, সরকার কৃষকের প্রতি উদার। তার স্বার্থ বিরোধী কোন কাজ সফল হতে দেওয়া যাবে না।

অভিযোগকারী কৃষক বিল্লাল মন্ডল জানান, সিডারসহ পাওয়ার টিলার দেওয়ার আগেই উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার আমাদের নিকট থেকে ২০ হাজার টাকা করে গ্রহন করেছে। তবে এ টাকার কোন প্রকার রশিদ প্রদান করেননি।

উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার এ প্রসঙ্গে বলেন, জামানত হিসেবে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। কেউ ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে।

কৃষকরা এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালকের সুদৃষ্টি কামনা করেছেন।