ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মুসিদহ খামারডাঙ্গী গ্রামের প্রবাসী আনিসুরের স্ত্রী রুনা খাতুন’কে বিদেশ থেকে পাঠানো টাকা হাতিয়ে নিতেই হত্যা করা হয়েছে। প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। সোমবার বেলা বারোটার দিকে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়।
এ হত্যা কান্ডের সাথে জড়িত মিলন শেখসহ অপ্রাপ্ত বয়স্ক নাবালক শিশু তেছেম সরদার ও রিয়াজ জোয়াদ্দসহ তিন জনকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ সদস্য।একই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত মোবাইল ফোন ও দরি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রবাসী আনিসুর রহমানের স্ত্রীর নামে মাঝে মাঝে তার স্বামী বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠায়। সে কারনে হত্যাকারী মিলন রুনা খাতুনের টাকা হাতিয়ে নিতে পায়তারা করতে থাকে। পরে গত পরশু মিলন তার স্ত্রীর অসুস্থ্যতার কথা বলে গভির রাতে প্রেশার মাপার যন্ত্র নেওয়ার বাহানায় রুনার বাড়িতে আসে এবং পেসার মাপার যন্ত্র নিয়ে যায়। তার কিছু সময় পরে আবার রুনা খাতুনকে ডেকে তুলে কিভাবে প্রেশার মাপা হয় তা তিনি জানেন না। আপনি একটু আসেন।তখন রুনা খাতুন ঘর থেকে বের হলে তাকে তিন জন জাপটে ধরে মাটিতে ফেলে পায়ে দড়ি বেঁধে ও শ্বাস রোধ করে হত্যা করে।
পুলিশ সুপার আরো জানান, রুনা খাতুন হত্যা হওয়ার পর থেকে আমাদের পুলিশ সদস্যরা আসামী ধরতে তৎপর থাকে।পরে পাংশা সার্কেল সহকারী পুলিশ সুপারের তত্বাবধানে৷ অফিসার ইনচার্য মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পাংশা মডেল থানার একটি চৌকশ পুলিশ টিম থানার বিভিন্ন এলাকায় অভওযসন পরিচালনা করে হত্যা কান্ডে জড়িত এজাহার ভুক্ত মুচিদহ খামারডাঙ্গি গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ, কাজেম জোয়ার্দ্দারে ছেলে রিয়াজ জোয়ার্দ্দার কই গ্রামের আলম হোসেনের শিশু ছেলে তেছেম সরদারকে গ্রেপ্তার করা হয়।