০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের একজন ভ্যানচালক এবং অন্যজন যাত্রী। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালুখালী উপজেলার সূর্যদিয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন সূর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যান চালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে। এতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া এলাকার মৃত দৌত খাঁ এর ছেলে খয়ের খাঁ (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু বলেন, সূর্যদিয়া রেল ক্রসিংয়ে ট্রেন পৌঁছালে ভ্যান চালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কালুখালীতে রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের প্রাণহানি

পোস্ট হয়েছেঃ ১০:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের একজন ভ্যানচালক এবং অন্যজন যাত্রী। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালুখালী উপজেলার সূর্যদিয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন সূর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যান চালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে। এতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া এলাকার মৃত দৌত খাঁ এর ছেলে খয়ের খাঁ (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু বলেন, সূর্যদিয়া রেল ক্রসিংয়ে ট্রেন পৌঁছালে ভ্যান চালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।