ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি–বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় বর্তমান সভাপতি কাজী ইরাদত আলী নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদ ছাড়া বাকি পদগুলোতে সরাসরি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছেন প্রর্থীরা। সাধারন সম্পাদক পদে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, রাবেয়া পরিবহনের মালিক মোঃ আব্দুর রাজ্জাক লিটন। নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন, বর্তমান সভাপতি মুরাদ হাসান। তিনি পেয়েছেন, ৫৪ ভোট।
এছাড়া সহ–সভাপতি পদে পরিমল কুমার সাহা ৭৪ ভোট এবং মাহবুবুর রহমান ৭০ ভোট, সহ–সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম ৭৩ এবং রইচ উদ্দিন বাবু ৬৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল বিন খালেক ৭২ ভোট, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী মোল্লা ৭৩ ভোট, দপ্তর সম্পাদক পদে বিশ্বজিত কুমার দাস প্রদীপ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্য পদে ৭৪ ভোট পেয়ে বিকাশ কুমার ঘোষ, ৭৩ ভোটে রনজিৎ সরকার টিটু, ৭৩ ভোট পেয়ে সুকুমার ভৌমিক, ৭২ ভোট পেয়ে মোঃ শাহিন মিয়া, ৭২ ভোট পেয়ে বিকাশ রঞ্জন সরকার কংকন, ৭২ ভোট পেয়ে বিপ্লব কুমার দত্ত, ৭১ ভোট পেয়ে আব্দুস সাত্তার বিশ্বাস ও ৭১ ভোট শেখ আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন।
এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষনার পর নব–নির্বাচিতরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী–১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং সভাপতি কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।