নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী ঐতিহ্যবাহী সরকারী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহ উদ্দিন, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক প্রদ্যুৎ কুমার প্রমূখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।