মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ৭ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিবালয় নতুন পাড়া এলাকার সালাম শেখ এর ছেলে কাজল শেখ (৩০) ও একই জেলার ঘিওর থানার ছোট পয়লা (বরঙ্গাইল রোড়) এলাকার আনিস প্রধান এর ছেলে বাদল প্রধান (৪২)।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আনু বাড়িওয়ালীর মুদি দোকানের সামনে তিন রাস্তার মোড় থেকে পৃথক অভিযানে কাজল শেখকে ৫ গ্রাম হেরোইন ও বাদল প্রধানকে ২ গ্রাম হেরোইস সহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত কাজল শেখ এর বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া বাদল প্রধান এর বিরুদ্ধেও পূর্বে ৪টি মাদক ও ২টি অন্যান্য মামলাসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় মঙ্গলবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইজনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।