০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের মেয়ে হত্যার বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ যৌতুক না পেয়ে লিমা আক্তার নামের এক নববধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে নববধুর বাবা-মা বিচারের দাবীতে এখন রাস্তায় দাড়িয়েছে। বুধবার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে নিহত গৃহবধুর পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে। নিহত গৃহবধুর নাম লিমা আক্তার ওরফে মেঘলা (১৮)। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার কেরামত শেখ এর মেয়ে। সে দৌলতদিয়া মডেল হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রী।

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সমেশপুর গ্রামের নবা শেখের ছেলে রিমন শেখ (২২) এর সাথে স্কুল ছাত্রীর চলতি বছর ১০ জানুয়ারী বিয়ে হয়। এর আগে তাদের মাঝে পরিচয়ের সূত্র ধরে প্রায় এক বছর আগে প্রেমের সর্ম্পক তৈরী হয়। পরবর্তীতে তারা সামাকিভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।

বুধবার মানববন্ধনকালে নিহত লিমার বাবা কেরামত শেখ সহ পরিবারের লোকজন জানায়, বিয়ের সময় পরিবার থেকে মেয়ের সুখের কথা চিন্তা করে ও রিমনের পরিবারের দাবী অনুযায়ী নগদ দেড় লাখ টাকা ও দুটি স্বর্ণের গহনা উপহার দেয়। বিয়ের কিছুদিন পর পুনরায় লিমার বাড়ি থেকে আরো এক লাখ টাকা যৌতুক আনতে চাপ সৃষ্টি করে। যৌতুকের টাকা আনতে রাজি না হওয়ায় লিমার ওপর শারিরীক নির্যাতন শুরু করে। গত ২৯ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের কাছ থেকে লিমার গুরুতর অসুস্থ্য ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তির খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে দেখেন সদর হাসপাতালের বারান্দায় লিমার লাশ পড়ে আছে। এসময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখতে পান। বিয়ের ৯ মাসের মাথায় এভাবে নির্যাতনের পর শ^াসরোধ করে হত্যার অভিযোগ এনে গত ৮ অক্টোবর রাজবাদী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এক সপ্তাহ পর ১৫ অক্টোবর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে জামাতা রিমন শেখ সহ পরিবারের ৬জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় পরিবারের লোকজন হতাশ হয়ে পড়ে।

মেয়েকে হত্যার অভিযোগে ও ঘাতকদের বিচারের দাবীতে বুধবার দুপুরে রাজবাড়ী শহরে আয়োজিত মানববন্ধনকালে বক্তব্য রাখেন, বাবা কেরামত শেখ, মা মালেকা বেগম, এলাকাবাসী হাসমত শেখ, আলামিন শেখ, আবুল কালাম, দবির শেক, নুরাল শেক প্রমূখ। বাবা কেরামত শেখ আবেগ আপ্লুত হয়ে বলেন, লিমা দৌলতদিয়া মডেল হাইস্কুলে পড়াশুনা করতো। রিমনের বিয়ের সময় যৌতুক বাবদ নগদ টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়। কিন্তু এরপর টাকা চেয়ে না পেয়ে নির্যাতন করে শ্বাসরোধ করে মেরে ফেলেছে।

রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ৮ অক্টোবর লিমার বাবা মেয়ের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পরবর্তীতে আদালতে মামলা করেছে কি না জানানেই। এখন পর্যন্ত আদালতের কোন কাগজপত্র আসেনি। শুনেছি ছেলে পক্ষের সাথে তাদের টাকা-পয়সা নিয়ে মীমাংসা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের মেয়ে হত্যার বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৪:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ যৌতুক না পেয়ে লিমা আক্তার নামের এক নববধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে নববধুর বাবা-মা বিচারের দাবীতে এখন রাস্তায় দাড়িয়েছে। বুধবার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে নিহত গৃহবধুর পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে। নিহত গৃহবধুর নাম লিমা আক্তার ওরফে মেঘলা (১৮)। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার কেরামত শেখ এর মেয়ে। সে দৌলতদিয়া মডেল হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রী।

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সমেশপুর গ্রামের নবা শেখের ছেলে রিমন শেখ (২২) এর সাথে স্কুল ছাত্রীর চলতি বছর ১০ জানুয়ারী বিয়ে হয়। এর আগে তাদের মাঝে পরিচয়ের সূত্র ধরে প্রায় এক বছর আগে প্রেমের সর্ম্পক তৈরী হয়। পরবর্তীতে তারা সামাকিভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।

বুধবার মানববন্ধনকালে নিহত লিমার বাবা কেরামত শেখ সহ পরিবারের লোকজন জানায়, বিয়ের সময় পরিবার থেকে মেয়ের সুখের কথা চিন্তা করে ও রিমনের পরিবারের দাবী অনুযায়ী নগদ দেড় লাখ টাকা ও দুটি স্বর্ণের গহনা উপহার দেয়। বিয়ের কিছুদিন পর পুনরায় লিমার বাড়ি থেকে আরো এক লাখ টাকা যৌতুক আনতে চাপ সৃষ্টি করে। যৌতুকের টাকা আনতে রাজি না হওয়ায় লিমার ওপর শারিরীক নির্যাতন শুরু করে। গত ২৯ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের কাছ থেকে লিমার গুরুতর অসুস্থ্য ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তির খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে দেখেন সদর হাসপাতালের বারান্দায় লিমার লাশ পড়ে আছে। এসময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখতে পান। বিয়ের ৯ মাসের মাথায় এভাবে নির্যাতনের পর শ^াসরোধ করে হত্যার অভিযোগ এনে গত ৮ অক্টোবর রাজবাদী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এক সপ্তাহ পর ১৫ অক্টোবর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে জামাতা রিমন শেখ সহ পরিবারের ৬জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় পরিবারের লোকজন হতাশ হয়ে পড়ে।

মেয়েকে হত্যার অভিযোগে ও ঘাতকদের বিচারের দাবীতে বুধবার দুপুরে রাজবাড়ী শহরে আয়োজিত মানববন্ধনকালে বক্তব্য রাখেন, বাবা কেরামত শেখ, মা মালেকা বেগম, এলাকাবাসী হাসমত শেখ, আলামিন শেখ, আবুল কালাম, দবির শেক, নুরাল শেক প্রমূখ। বাবা কেরামত শেখ আবেগ আপ্লুত হয়ে বলেন, লিমা দৌলতদিয়া মডেল হাইস্কুলে পড়াশুনা করতো। রিমনের বিয়ের সময় যৌতুক বাবদ নগদ টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়। কিন্তু এরপর টাকা চেয়ে না পেয়ে নির্যাতন করে শ্বাসরোধ করে মেরে ফেলেছে।

রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ৮ অক্টোবর লিমার বাবা মেয়ের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পরবর্তীতে আদালতে মামলা করেছে কি না জানানেই। এখন পর্যন্ত আদালতের কোন কাগজপত্র আসেনি। শুনেছি ছেলে পক্ষের সাথে তাদের টাকা-পয়সা নিয়ে মীমাংসা হয়েছে।