• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৪

দুর্ঘটনায় আহত গোয়ালন্দের জনপ্রিয় ক্রিকেটার রিয়াজের মৃত্যু

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জনপ্রিয় খেলোয়ার, স্কুল শিক্ষক শেখ মো. রিয়াজ (২৪) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গ্রামের বাড়ি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা স্কুল মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় চৌধুরী পাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

রিয়াজ শেখ স্থানীয় দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা বটতলা গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রাজ্জাক শেখ এর একমাত্র ছেলে। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে বাবা রাজ্জাক শেখ গতকাল বুধবার বিকেলে সৌদি আরব থেকে দেশে ফিরেন। রিয়াজ খুবই জনপ্রিয় ক্রিকেট খেলোয়ার ছিলেন। পাশাপাশি গোয়ালন্দ শহরের সানসাইন কলেজিয়েট স্কুলের শিক্ষকতা এবং বিভিন্ন সামাজিক কাজে জড়িত থাকতেন।

নিহতের মামা দেবগ্রাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম জানান, গত সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের মোটরসাইকেল নিয়ে নতুন চাকুরীর কাজে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শহরে যান। কাজ শেষ করে বিকেল ৪টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে কালিয়াকৈর উপজেলা শহরে দ্রুতগতির সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাথে আসিফ নামে তার এক বন্ধু বসা ছিল। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রিয়াজের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ও আসিফকে অপর এক হাসপাতালে ভর্তি করে। রিয়াজের দুই পা, হাত, বুকের পাজর ও মাথার খুলি ভেঙ্গে যায়। সেখানে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে মারা যান।

ছেলের দুর্ঘটনার খবর পেয়ে জরুরি ভিত্তিতে বাবা আব্দুর রাজ্জাক শেখ বুধবার সকালেই সৌদি আরব থেকে রওয়ানা করেন। বিকেল ৪টার দিকে তিনি ঢাকা বিমান বন্দরে নামেন। বিমান বন্দর থেকে পপুলার হাসপাতালে পৌছানোর আগ মুহুর্তে ছেলের মৃত্যুর সংবাদ পান। পরিবারে রিয়াজের বাবা ছাড়াও মা ও দুই বোন রয়েছে। ব্যক্তি জীবনে খুবই হাস্যজ্জল, পরোপকারী ও জনপ্রিয় খেলোয়ার ছিলেন। সামাজিক যে কোন ভালো কাজের সাথেই তাকে পাওয়া যেত। রিয়াজের জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার মানুষ শরিক হন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর