মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

রাজবাড়ীতে আইএফআইসি ব্যাংকের উদ্বোধন

Reporter Name / ৭৫ Time View
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5843; AI_Scene: (-1, -1); aec_lux: 331.57336; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বেসরকারী আইএফআইসি ব্যাংকের ১৮৮ তম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ী শহরের প্রানকেন্দ্র খলিফাপট্টি হারুন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, আইএফআইসি ব্রাঞ্চ ব্যাংকীংয়ের ম্যানেজার মো. সালাউদ্দিন, রাজবাড়ী কাপর বাজার ব্যাবসায়ী সমিতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাধারন সম্পাদক জাকির হোসেন, আইএফআইসি ব্রাঞ্চ ব্যাংকীংয়ের রাজশাহী ডিভিশনের ম্যানেজার এবিএম মাসুম, রাজবাড়ী শাখার ম্যানেজার তানজির উজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের অপারেশন ম্যানেজার দেবরানী পাল। উপস্থিত ছিলেন হারুন কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান ও রাজবাড়ী বাজারের বিভিন্ন ব্যাবসায়ীবৃন্দ।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, সারাদেশে রাজবাড়ী শাখা সহ ১৮৮টি শাখা রয়েছে। দেশে ১৩ হাজারেরও বেশি এটিএম বুথ থেকে গ্রাহক তাদের টাকা তুলতে পারবেন বিনা খরচে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএফআইসি ব্যাংক আপনাদের ব্যাংক। এ ব্যাংকের সব ধরনের সুযোগ সুবিধা সব সময় গ্রাহকদের জন্য রয়েছে। অন্যান্য ব্যংকিং ব্যবস্থার চাইতে এ ব্যাংক গ্রাহকদের বেশি সুযোগ দিয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.