০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় চুরি হওয়া মোবাইলফোন গোয়ালন্দে উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ গত বৃহস্পতিবার যশোরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল থেকে চুরি হওয়া ১২টি মোবাইলফোন রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. ইমরান (৩৭) ও ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঠেরপুল গ্রামেন হারুন ভুইয়ার ছেলে মো. সোহাগ ভূইয়া (২৬)।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে বাংলাদেশ হ্যাচারিজের সামনে যশোর থেকে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের বাসে তল্লাশিকালে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর ১২টি মোবাইল ফোন জব্দ করে। পরে পুলিশের কাছে তারা প্রধানমন্ত্রীর যশোরের জনসভাস্থল থেকে মোবাইল ফোনগুলি চুরি করেছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে। আজ শনিবার সকালে তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শনিবার সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদন মৃধা পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ আকাশ মৃধা ওরফে আব্দুল্লাহ (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় মৃত আবেদ আলী মৃধার ছেলে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য অন্তত দেড় লক্ষাধিক টাকা।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গত বৃহস্পতিবার যশোরে প্রধানমন্ত্রীর জনসভা থেকে চুরি করে ঢাকা যাবার পথে ১২টি মোবাইলফোন সহ ২জনকে শুক্রবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৪ কেজি গাঁজা সহ আজ শনিবার সকালে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা শেষে রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় চুরি হওয়া মোবাইলফোন গোয়ালন্দে উদ্ধার, গ্রেপ্তার ২

পোস্ট হয়েছেঃ ১০:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ গত বৃহস্পতিবার যশোরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল থেকে চুরি হওয়া ১২টি মোবাইলফোন রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. ইমরান (৩৭) ও ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঠেরপুল গ্রামেন হারুন ভুইয়ার ছেলে মো. সোহাগ ভূইয়া (২৬)।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে বাংলাদেশ হ্যাচারিজের সামনে যশোর থেকে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের বাসে তল্লাশিকালে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর ১২টি মোবাইল ফোন জব্দ করে। পরে পুলিশের কাছে তারা প্রধানমন্ত্রীর যশোরের জনসভাস্থল থেকে মোবাইল ফোনগুলি চুরি করেছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে। আজ শনিবার সকালে তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শনিবার সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদন মৃধা পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ আকাশ মৃধা ওরফে আব্দুল্লাহ (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় মৃত আবেদ আলী মৃধার ছেলে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য অন্তত দেড় লক্ষাধিক টাকা।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গত বৃহস্পতিবার যশোরে প্রধানমন্ত্রীর জনসভা থেকে চুরি করে ঢাকা যাবার পথে ১২টি মোবাইলফোন সহ ২জনকে শুক্রবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৪ কেজি গাঁজা সহ আজ শনিবার সকালে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা শেষে রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।