০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের মাঝে চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী নিয়ে কেন্দ্রীয় কৃষকদল

মইনুল হক, রাজবাড়ীঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় ইতোমধ্যে পানিবন্দি হয়েছে ৩৬ লাখের অধিক মানুষ। পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে নোয়াখালী ও লক্ষীপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাদ্য সামগ্রী, জরুরী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষগুলোকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌছে দেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফিন তুহিন, সহসভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া, ভিপি ইব্রাহিম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল বাকী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি, ছাত্রদলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় বৃষ্টি উপেক্ষা করে খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে প্রথমে নোয়াখালী ও পরে লক্ষীপুরে বন্যার্তদের মাঝে শুকনা খাবার, জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছি। তিনি আরও বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বন্যার্তদের মাঝে চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী নিয়ে কেন্দ্রীয় কৃষকদল

পোস্ট হয়েছেঃ ০৯:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

মইনুল হক, রাজবাড়ীঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় ইতোমধ্যে পানিবন্দি হয়েছে ৩৬ লাখের অধিক মানুষ। পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে নোয়াখালী ও লক্ষীপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাদ্য সামগ্রী, জরুরী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষগুলোকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌছে দেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফিন তুহিন, সহসভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া, ভিপি ইব্রাহিম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল বাকী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি, ছাত্রদলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় বৃষ্টি উপেক্ষা করে খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে প্রথমে নোয়াখালী ও পরে লক্ষীপুরে বন্যার্তদের মাঝে শুকনা খাবার, জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছি। তিনি আরও বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।