০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস নিয়ে অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবিরের সতর্কতা ‘ঘরে থাকুন’ (ভিডিও)

ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস নিয়ে রাজবাড়ী জেলার পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) জিহাদুল কবির বিপিএম-পিপিএম। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সংক্ষিপ্ত সফরে তিনি দৌলতদিয়া ঘাটে এসে সন্ধ্যায় ঢাকায় ফিরে যান। তার আগে তিনি সবাইকে সতর্কতামূলক পরামর্শ প্রদান করেন, ‘ঘরে থাকুন, ভালো থাকুন’।

অতিরিক্ত পুলিশের এই মহা-পরিদর্শক দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলরত সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। সেই সাথে তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন। তিনি পুলিশ বক্স পরিদর্শনকালে সাংবাদিক ও পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করে করণীয় দিক নিয়ে নানা আলোকপাত করেন। পরে পুলিশ ও সাংবাদিকদের মাঝেও তিনি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময় রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ্জামান, ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-তায়াবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলার সাবেক এই পুলিশ সুপার জিহাদুল কবির আরো বলেন, সারাবিশ্ব এখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত। এই ভাইরাসের কারণে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। আমাদের দেশেও এর প্রভাব পড়ায় সবাইকে হোম কোয়ারিন্টাইনে থাকতে অনুরোধ করা হয়েছে। এ কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। দেশের এই ক্রান্তি লংগ্নে পুলিশ বাহিনী অনেক আগে থেকেই মাঠে নেমেছে। মুক্তিযুদ্ধের সময় যেমন পুলিশ সবার আগে ঝাপিয়ে পড়েছিল। বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। আজ নতুন করে সারাবিশে^ আরেক যুদ্ধ শুরু হয়েছে। এখানেও পুলিশ সবার আগে মাঠে নেমে পড়েছে। পাশাপাশি মাঠে রয়েছে গণমাধ্যমকর্মী। এখন সবাইকে বলবো, ‘আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন’। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আপনারা কেউ বাড়ির বাইরে বের হবেন না। কথা না শুনলে প্রয়োজনে পুলিশ বাহিনী যা যা করা দরকার সর্বোচ্চ তাই করবেন।


এসময় তিনি দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারী কিছু রিক্সা চালক, যাত্রী সাধারণের মাঝে রাজবাড়ী জেলা পুলিশের তৈরী হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। একই সাথে তিনি সাংবাদিক ও পুলিশের সুরক্ষার জন্য ঢাকা থেকে সাথে করে নিয়ে আসা মাস্ক বিতরণ করেন। পরে সন্ধ্যার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মানুষের সুরক্ষার জন্য প্রথমে প্রয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এসময় উপকরণ সামগ্রী যখন বাজারে পাওয়া যাচ্ছিলনা তখন জেলা পুলিশের সদস্যদের নিয়ে এক যোগে ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হয়। পরে জেলার সকল থানায় পুলিশের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। একই সাথে বেশকিছু মাস্কও তৈরী করা হয়। পুলিশ সব সময় মানুষের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ।

ভিডিওটি দেখতে ক্লিক করুনঃ

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনাভাইরাস নিয়ে অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবিরের সতর্কতা ‘ঘরে থাকুন’ (ভিডিও)

পোস্ট হয়েছেঃ ০১:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস নিয়ে রাজবাড়ী জেলার পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) জিহাদুল কবির বিপিএম-পিপিএম। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সংক্ষিপ্ত সফরে তিনি দৌলতদিয়া ঘাটে এসে সন্ধ্যায় ঢাকায় ফিরে যান। তার আগে তিনি সবাইকে সতর্কতামূলক পরামর্শ প্রদান করেন, ‘ঘরে থাকুন, ভালো থাকুন’।

অতিরিক্ত পুলিশের এই মহা-পরিদর্শক দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলরত সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। সেই সাথে তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন। তিনি পুলিশ বক্স পরিদর্শনকালে সাংবাদিক ও পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করে করণীয় দিক নিয়ে নানা আলোকপাত করেন। পরে পুলিশ ও সাংবাদিকদের মাঝেও তিনি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময় রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ্জামান, ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-তায়াবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলার সাবেক এই পুলিশ সুপার জিহাদুল কবির আরো বলেন, সারাবিশ্ব এখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত। এই ভাইরাসের কারণে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। আমাদের দেশেও এর প্রভাব পড়ায় সবাইকে হোম কোয়ারিন্টাইনে থাকতে অনুরোধ করা হয়েছে। এ কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। দেশের এই ক্রান্তি লংগ্নে পুলিশ বাহিনী অনেক আগে থেকেই মাঠে নেমেছে। মুক্তিযুদ্ধের সময় যেমন পুলিশ সবার আগে ঝাপিয়ে পড়েছিল। বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। আজ নতুন করে সারাবিশে^ আরেক যুদ্ধ শুরু হয়েছে। এখানেও পুলিশ সবার আগে মাঠে নেমে পড়েছে। পাশাপাশি মাঠে রয়েছে গণমাধ্যমকর্মী। এখন সবাইকে বলবো, ‘আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন’। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আপনারা কেউ বাড়ির বাইরে বের হবেন না। কথা না শুনলে প্রয়োজনে পুলিশ বাহিনী যা যা করা দরকার সর্বোচ্চ তাই করবেন।


এসময় তিনি দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারী কিছু রিক্সা চালক, যাত্রী সাধারণের মাঝে রাজবাড়ী জেলা পুলিশের তৈরী হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। একই সাথে তিনি সাংবাদিক ও পুলিশের সুরক্ষার জন্য ঢাকা থেকে সাথে করে নিয়ে আসা মাস্ক বিতরণ করেন। পরে সন্ধ্যার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মানুষের সুরক্ষার জন্য প্রথমে প্রয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এসময় উপকরণ সামগ্রী যখন বাজারে পাওয়া যাচ্ছিলনা তখন জেলা পুলিশের সদস্যদের নিয়ে এক যোগে ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হয়। পরে জেলার সকল থানায় পুলিশের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। একই সাথে বেশকিছু মাস্কও তৈরী করা হয়। পুলিশ সব সময় মানুষের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ।

ভিডিওটি দেখতে ক্লিক করুনঃ