নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ গতানুগতিক ধারা পরিবর্তন করে রাজবাড়ীর গোয়ালন্দের প্রত্যন্ত অঞ্চলে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শহর ছেড়ে প্রায় ১০ কিলোমিটার দূরে উজানচর ইউনিয়নের দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিবসটি উদযাপিত হয়। শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিদ্যালয়ে কন্যাশিশু ছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের কয়েকশ সাধারণ নারী।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার বেলা ১১টায় জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।
দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মুহাম্মদ নুরুজ্জামান, গোয়ালন্দ আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান খান, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, রাজবাড়ী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. কোবাদ হোসেন, উজানচর ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা লক্ষ্মন কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি গোয়ালন্দ শাখার সভাপতি কেএম বেলায়েত হোসেন, স্থানীয় ইউপি সদস্য চুন্নু মীর মালত প্রমূখ।
দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মারুফা আক্তারের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কোবাদ হোসেন। স্থানীয় নারীদের পক্ষ থেকে একজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে একজন বক্তব্য রাখেন। জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা শেষে বিদ্যালয়ে মা সমাবেশ এবং ওঠান বৈঠকের মধ্য দিয়ে দুপুরে অনুষ্ঠান শেষ হয়।
এ সময় বক্তারা গতানুগতিক ধারা পরিবর্তন করে শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে এ ধরনের জাতীয় কন্যাশিশু দিবস, মা সমাবেশ ও ওঠান বৈঠকের মতো অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কোবাদ হোসেন বলেন, প্রায় ৩৫ বছর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। স্থানীয় হাই স্কুল, একটি দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। কখনই এ ধরনের কোন অনুষ্ঠান প্রত্যন্ত অঞ্চলে করতে দেখিনি। উপজেলা প্রশাসনের এমন সুন্দর উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম বলেন, জাতীয় কন্যাশিশু দিবসের পাশাপাশি আগামীতে বেগম রোকেয়া দিবস সহ নারী সংশ্লিষ্ট সকল ধরনের অনুষ্ঠান উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করার পরিকল্পনা রয়েছে।
ইউএনও মো. জাকির হোসেন বলেন, শহরের হলরুমে গতানুগতিক অনুষ্ঠান করায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নারী, শিশুরা অনেক কিছু থেকে বঞ্চিত হন। তাই এ ধরনের অনুষ্ঠানের ভিন্নতা আনতে প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করা হয়েছে। ছুটির দিনেও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রামের সাধারণ নারী ও কন্যাশিশুদের এমন উপস্থিতি সকলকে মুগ্ধ করেছে।