০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে করোনাকালে আমীরুল ইসলাম একাই ৬৫০ জনের নমুনা সংগ্রহ করছেন

বিশেষ প্রতিনিধিঃ দেশের অন্য প্রান্ত থেকে এলাকায় ফিরেছেন এমন ব্যক্তি বা সন্ধিগ্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এরপর রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত দাপ্তরিক পরীক্ষা, নীরিক্ষার কাজ। এভাবে অতি ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট আমীরুল ইসলাম রনী (৩৪)।

করোনাভাইরাস মহামারীতে বিশ্বে যেভাবে মানুষ মারা যাচ্ছেন তাতে আতঙ্কিত না হওয়ার কোন কারণ নেই। সে ভয়কে উপেক্ষা করে প্রতিনিয়ত মোকাবেলা করে চলেছেন আমীরুল ইসলাম ও তাঁর দল। নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করা হয়েছে একটি দল। একজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) আমীরুল ইসলামকে সহযোগিতা করছেন। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা কাজটি করছেন। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে এ পর্যন্ত ৮৩৮ জন ব্যক্তির থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আমীরুল ইসলাম একাই সংগ্রহ করেছেন প্রায় ৬৫০ জনের মতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত মার্চ মাসের মাঝামাঝি থেকে করোনা শুরু হলেও গোয়ালন্দে ওই মাসের শেষের দিক থেকে দেখা দেয়। এ পর্যন্ত গোয়ালন্দে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৩৮জনের। পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৯৬ জন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১জন এবং করোনায় আক্রান্ত হওয়ার পর আরো ৫জন মারা গেছেন। প্রথম আক্রান্ত হয় বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের পাঁচ কর্মী। পরবর্তীতে তাদের মেসের সহকারী (বুয়া), স্থানীয় এক কিশোরী, থানার এক পুলিশ কনেষ্টবল এবং উপজেলার উজানচর নবুওছিমদ্দিন পাড়ার ১১ জন। এভাবে ধীরে ধীর ছড়িয়ে পড়তে থাকে গোটা উপজেলাব্যাপী। প্রথম দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ওই টিম সপ্তাহের প্রতিটি দিন এমনকি ছুটির দিনও তাদের ছুটতে হয়েছে নমুনা সংগ্রহ করতে। এই দলে রয়েছে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা (করোনা ফোকাল), মেডিকেল টেকনোলজিষ্ট আমিরুল ইসলাম রনী সহ কয়েকজন মাঠকর্মী। তাঁদের সার্বিক তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।

আমিরুল ইসলাম রনী বলেন, মুক্তিযুদ্ধ দেখেনি তবে শুনেছি বাবা-মায়ের কাছ থেকে। দেশের মানুষ যদি ওই সময় যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারে, তাহলে আজকের এই মহামারীকে আমরা কেন মোকাবেলা করতে পারবনা। এই চিন্তা ধারা থেকে স্ত্রী, দুই শিশু সন্তান ও বয়স্ক মাকে ফেলে হাসপাতালেই বেশি সময় পার করছি। অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আমার বাসা। এছাড়া পরিবারের নিরাত্তার বিষয়টিও মাথায় কাজ করে। হাসপাতাল এখন আমার আরেকটি পরিবার। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এরমধ্যে মা, স্ত্রী করোনায় আক্রান্ত হন। ঘরে আমার শিশু বাচ্চা রয়েছে। বেশ কয়েকদিন শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্য পৃথক ছিলাম। সরকারি দায়িত্বের পাশাপাশি এখন মানুষের জন্য কিছু করতে পারাটা আমার জন্য অনেক ভালোলাগা ব্যাপার হয়ে দাড়িয়েছে। শুরুতে নমুনা নিতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখিন হয়েছি। তারপরও বুঝিয়ে নমুনা নিতে সক্ষম হয়েছি।

আলাপকালে করোনা ফোকাল চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা বলেন, যেহেতু রোগটি নতুন। প্রথম দিকে অনেক ভীতি কাজ করতো। প্রশিক্ষণ নেয়ার পর যত্নসহকারে নমুনা নিতে থাকি। আমাদের প্রয়োজনীয় উপকরণ কিছু থাকলেও এন-৯৫ মাস্কের অনেক স্বল্পতা রয়েছে। কাজের কারণে দীর্ঘদিন বাড়ি যেতে পারিনা। মা খুবই দুশ্চিন্তা করতো, কান্না করতো। এখনো মা আমাকে সাহাস যোগাচ্ছে কাজ করতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, শুরুতে আমরা সম্মিলিতভাবে আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা নিয়েছি। বর্তমানে সবাই বেশি অসুস্থ্য অনুভব করলে হাসপাতালে চলে আসছে। এখন হাসপাতাল থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত ৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আমীরুল ইসলাম রনী একাই নমুনা নিয়েছেন প্রায় ৬৫০ জনের মতো। প্রথম দিকে আমীরুল খুব ভয় পেয়েছিল। পরবর্তীতে কয়েকজনের নমুনা সংগ্রহের পর এবং মানুষের এমন অবস্থা দেখে এখন সে অবলিলায় সবার নমুনা সংগ্রহ করছেন। আমি তাঁর এমন কাজের প্রতি শ্রদ্ধা জানাই।

আসিফ মাহমুদ রাজবাড়ীমেইলকে আরো বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে সতর্ক করা হলেও এখন কেউ স্বাস্থ্যবিধি মানছে না। যে কারণে রাজবাড়ী সহ গোয়ালন্দ উপজেলায় হু হু করে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে গত কোরবানীর ঈদের পর থেকে পরিস্থিতি এমন হয়েছে নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের মধ্যে গড়ে ৪০ শতাংশ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে করোনাকালে আমীরুল ইসলাম একাই ৬৫০ জনের নমুনা সংগ্রহ করছেন

পোস্ট হয়েছেঃ ০৯:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০

বিশেষ প্রতিনিধিঃ দেশের অন্য প্রান্ত থেকে এলাকায় ফিরেছেন এমন ব্যক্তি বা সন্ধিগ্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এরপর রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত দাপ্তরিক পরীক্ষা, নীরিক্ষার কাজ। এভাবে অতি ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট আমীরুল ইসলাম রনী (৩৪)।

করোনাভাইরাস মহামারীতে বিশ্বে যেভাবে মানুষ মারা যাচ্ছেন তাতে আতঙ্কিত না হওয়ার কোন কারণ নেই। সে ভয়কে উপেক্ষা করে প্রতিনিয়ত মোকাবেলা করে চলেছেন আমীরুল ইসলাম ও তাঁর দল। নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করা হয়েছে একটি দল। একজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) আমীরুল ইসলামকে সহযোগিতা করছেন। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা কাজটি করছেন। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে এ পর্যন্ত ৮৩৮ জন ব্যক্তির থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আমীরুল ইসলাম একাই সংগ্রহ করেছেন প্রায় ৬৫০ জনের মতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত মার্চ মাসের মাঝামাঝি থেকে করোনা শুরু হলেও গোয়ালন্দে ওই মাসের শেষের দিক থেকে দেখা দেয়। এ পর্যন্ত গোয়ালন্দে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৩৮জনের। পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৯৬ জন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১জন এবং করোনায় আক্রান্ত হওয়ার পর আরো ৫জন মারা গেছেন। প্রথম আক্রান্ত হয় বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের পাঁচ কর্মী। পরবর্তীতে তাদের মেসের সহকারী (বুয়া), স্থানীয় এক কিশোরী, থানার এক পুলিশ কনেষ্টবল এবং উপজেলার উজানচর নবুওছিমদ্দিন পাড়ার ১১ জন। এভাবে ধীরে ধীর ছড়িয়ে পড়তে থাকে গোটা উপজেলাব্যাপী। প্রথম দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ওই টিম সপ্তাহের প্রতিটি দিন এমনকি ছুটির দিনও তাদের ছুটতে হয়েছে নমুনা সংগ্রহ করতে। এই দলে রয়েছে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা (করোনা ফোকাল), মেডিকেল টেকনোলজিষ্ট আমিরুল ইসলাম রনী সহ কয়েকজন মাঠকর্মী। তাঁদের সার্বিক তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।

আমিরুল ইসলাম রনী বলেন, মুক্তিযুদ্ধ দেখেনি তবে শুনেছি বাবা-মায়ের কাছ থেকে। দেশের মানুষ যদি ওই সময় যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারে, তাহলে আজকের এই মহামারীকে আমরা কেন মোকাবেলা করতে পারবনা। এই চিন্তা ধারা থেকে স্ত্রী, দুই শিশু সন্তান ও বয়স্ক মাকে ফেলে হাসপাতালেই বেশি সময় পার করছি। অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আমার বাসা। এছাড়া পরিবারের নিরাত্তার বিষয়টিও মাথায় কাজ করে। হাসপাতাল এখন আমার আরেকটি পরিবার। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এরমধ্যে মা, স্ত্রী করোনায় আক্রান্ত হন। ঘরে আমার শিশু বাচ্চা রয়েছে। বেশ কয়েকদিন শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্য পৃথক ছিলাম। সরকারি দায়িত্বের পাশাপাশি এখন মানুষের জন্য কিছু করতে পারাটা আমার জন্য অনেক ভালোলাগা ব্যাপার হয়ে দাড়িয়েছে। শুরুতে নমুনা নিতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখিন হয়েছি। তারপরও বুঝিয়ে নমুনা নিতে সক্ষম হয়েছি।

আলাপকালে করোনা ফোকাল চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা বলেন, যেহেতু রোগটি নতুন। প্রথম দিকে অনেক ভীতি কাজ করতো। প্রশিক্ষণ নেয়ার পর যত্নসহকারে নমুনা নিতে থাকি। আমাদের প্রয়োজনীয় উপকরণ কিছু থাকলেও এন-৯৫ মাস্কের অনেক স্বল্পতা রয়েছে। কাজের কারণে দীর্ঘদিন বাড়ি যেতে পারিনা। মা খুবই দুশ্চিন্তা করতো, কান্না করতো। এখনো মা আমাকে সাহাস যোগাচ্ছে কাজ করতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, শুরুতে আমরা সম্মিলিতভাবে আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা নিয়েছি। বর্তমানে সবাই বেশি অসুস্থ্য অনুভব করলে হাসপাতালে চলে আসছে। এখন হাসপাতাল থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত ৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আমীরুল ইসলাম রনী একাই নমুনা নিয়েছেন প্রায় ৬৫০ জনের মতো। প্রথম দিকে আমীরুল খুব ভয় পেয়েছিল। পরবর্তীতে কয়েকজনের নমুনা সংগ্রহের পর এবং মানুষের এমন অবস্থা দেখে এখন সে অবলিলায় সবার নমুনা সংগ্রহ করছেন। আমি তাঁর এমন কাজের প্রতি শ্রদ্ধা জানাই।

আসিফ মাহমুদ রাজবাড়ীমেইলকে আরো বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে সতর্ক করা হলেও এখন কেউ স্বাস্থ্যবিধি মানছে না। যে কারণে রাজবাড়ী সহ গোয়ালন্দ উপজেলায় হু হু করে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে গত কোরবানীর ঈদের পর থেকে পরিস্থিতি এমন হয়েছে নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের মধ্যে গড়ে ৪০ শতাংশ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন।