০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পাওনা টাকা পরিশোধের দাবীতে পাট ব্যাবসায়ীদের মানববন্ধন

রাজবাড়ীমেইল ডেস্কঃ বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) কাছে পাওনা টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন করেছে রাজবাড়ী জেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা। রোববার দুপুরে রাজবাড়ী জেলা পাট ব্যবসায়ীদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন জেলার শতাধিক পাট ব্যবসায়ী।

মানববন্ধনে জেলার পাট ব্যবসায়ীরা বলেন, দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা ২০১৬-২০১৭ সাল থেকে এ পর্যন্ত বিজেএমসির কাছে ২৬৪ কোটি টাকা পাওনা রয়েছে। রাজবাড়ী জেলা সদরসহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার অন্তত দুই শতাধিক ক্ষুদ্র পাট ব্যবসায়ী বিজেএমসির কাছে প্রায় ২০ কোটি টাকা পাওয়ানা রয়েছে। বিজেএমসি ব্যবসায়ীদের এই টাকা পরিশোধ না করার কারণ পাট ব্যবসায়ীরা মানবেতর জীবন যাপন করছেন। বার বার টাকা প্রদানের কথা বলা হলেও এখন পর্যন্ত বিজেএমসি কোন টাকা পরিশোধ করছে না। এমনকি কোন কোন পাট ক্রয় কেন্দ্রের শুভক্ষণে পাট দিলেও সে টাকা পর্যন্ত আজও পাননি। বছরের পর বছর এভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা সরকারের কাছে পরে থাকায় পরিবার পরিজন নিয়ে মানবতের জীবন যাপন করছেন।

ব্যবাসয়ীর আরো বলেন, রাজবাড়ী কৃষি প্রধান একটি জেলা। এই জেলায় প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে পাট উৎপাদন হয়। কিন্তু পাট ব্যবসায়ীদের কাছে টাকা না থাকার কারণে কৃষকদের নিকট থেকে পাট ক্রয় করতে পারছেন না। ফলে রাজবাড়ী জেলার কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে দেশের পাট ব্যবসায়ীদের টাকা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রাজবাড়ী জেলার পাট ব্যবসায়ীরা। প্রয়োজনে খুব শীঘ্রই পাটকল করপোরেশন অফিস ঘেরাও কর্মসূচির পালনের কথা জানান।

গোয়ালন্দ উপজেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ী আব্দুল আউয়াল বলেন, প্রায় চার বছর আগে জেলা সদরের খানখানাপুর ক্রিসেন্ট জুট মিলের কাছে প্রায় ৪০ লাখ টাকার পাট দিয়েছিলাম। কয়েক দফায় খুচরা কিছু টাকা দিলেও এখন পর্যন্ত অধিকাংশ টাকা মিলেই পড়ে আছে। অথচ এভাবে বছরের পর বছর ধরে টাকা অন্যত্র পড়ে থাকায় চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ব্যবসার সময় বিভিন্ন সংস্থা বা সমিতিসহ অনেকের কাছ থেকে টাকা ঋন করে এনেছিলাম। এখন তাদের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় মহা বিপাকে পড়তে হয়েছে। জরুরী ভিত্তিতে ব্যবসায়ীদের টাকা পরিশোধের জোর দাবী জানাচ্ছি।

রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট পাট ব্যবসায়ী গোলাম মোস্তফা চৌধুরী (বাচ্চুর) সভাপতিত্বে মানববন্ধনে মো. রেজাউল করিম, কার্ত্তিক চন্দ্র কুন্ডু, চন্দন কুমার ভক্ত, প্রদীপ কুমার উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে পাওনা টাকা পরিশোধের দাবীতে পাট ব্যাবসায়ীদের মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৬:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) কাছে পাওনা টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন করেছে রাজবাড়ী জেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা। রোববার দুপুরে রাজবাড়ী জেলা পাট ব্যবসায়ীদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন জেলার শতাধিক পাট ব্যবসায়ী।

মানববন্ধনে জেলার পাট ব্যবসায়ীরা বলেন, দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা ২০১৬-২০১৭ সাল থেকে এ পর্যন্ত বিজেএমসির কাছে ২৬৪ কোটি টাকা পাওনা রয়েছে। রাজবাড়ী জেলা সদরসহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার অন্তত দুই শতাধিক ক্ষুদ্র পাট ব্যবসায়ী বিজেএমসির কাছে প্রায় ২০ কোটি টাকা পাওয়ানা রয়েছে। বিজেএমসি ব্যবসায়ীদের এই টাকা পরিশোধ না করার কারণ পাট ব্যবসায়ীরা মানবেতর জীবন যাপন করছেন। বার বার টাকা প্রদানের কথা বলা হলেও এখন পর্যন্ত বিজেএমসি কোন টাকা পরিশোধ করছে না। এমনকি কোন কোন পাট ক্রয় কেন্দ্রের শুভক্ষণে পাট দিলেও সে টাকা পর্যন্ত আজও পাননি। বছরের পর বছর এভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা সরকারের কাছে পরে থাকায় পরিবার পরিজন নিয়ে মানবতের জীবন যাপন করছেন।

ব্যবাসয়ীর আরো বলেন, রাজবাড়ী কৃষি প্রধান একটি জেলা। এই জেলায় প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে পাট উৎপাদন হয়। কিন্তু পাট ব্যবসায়ীদের কাছে টাকা না থাকার কারণে কৃষকদের নিকট থেকে পাট ক্রয় করতে পারছেন না। ফলে রাজবাড়ী জেলার কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে দেশের পাট ব্যবসায়ীদের টাকা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রাজবাড়ী জেলার পাট ব্যবসায়ীরা। প্রয়োজনে খুব শীঘ্রই পাটকল করপোরেশন অফিস ঘেরাও কর্মসূচির পালনের কথা জানান।

গোয়ালন্দ উপজেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ী আব্দুল আউয়াল বলেন, প্রায় চার বছর আগে জেলা সদরের খানখানাপুর ক্রিসেন্ট জুট মিলের কাছে প্রায় ৪০ লাখ টাকার পাট দিয়েছিলাম। কয়েক দফায় খুচরা কিছু টাকা দিলেও এখন পর্যন্ত অধিকাংশ টাকা মিলেই পড়ে আছে। অথচ এভাবে বছরের পর বছর ধরে টাকা অন্যত্র পড়ে থাকায় চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ব্যবসার সময় বিভিন্ন সংস্থা বা সমিতিসহ অনেকের কাছ থেকে টাকা ঋন করে এনেছিলাম। এখন তাদের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় মহা বিপাকে পড়তে হয়েছে। জরুরী ভিত্তিতে ব্যবসায়ীদের টাকা পরিশোধের জোর দাবী জানাচ্ছি।

রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট পাট ব্যবসায়ী গোলাম মোস্তফা চৌধুরী (বাচ্চুর) সভাপতিত্বে মানববন্ধনে মো. রেজাউল করিম, কার্ত্তিক চন্দ্র কুন্ডু, চন্দন কুমার ভক্ত, প্রদীপ কুমার উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।