০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে নিরানন্দ পরিবেশে দুর্গাপূজা উদযাপন

ষ্টাফ রিপোর্টারঃ করোনার কারণে এক প্রকার নিরানন্দ পরিবেশে রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। জনসমাগম ঘটানো যাবে না, আলোকসজ্জা ছাড়াও আগে থেকে রয়েছে নানা ধরনের বিধিনিষেধ। এরপরও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসবের যেমনটা আমেজ প্রত্যাশা করা হয়েছিল তেমনটি দেখা যায়নি।

সোমবার বিজয় দশমীর দিন দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুঠিপাচুরিয়া বাজার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন সমিতির উদ্যোগে এবারও আয়োজন করা হয়েছে। তবে এ বছরের পরিবেশটা ছিল অনেকটাই নিরানন্দময়। রঙ্গিন আলো আর ঢাকের শব্দে মুখর থাকতো সব সময়। ভক্ত ও দর্শনার্থীদের পদচারনায় গোটা এলাকায় মেলা বসতো। কিন্তু এবছর মন্ডবে দর্শনার্থীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি।

স্থানীয় প্রবীন বয়স্ক ঝাল-মিষ্টি বিক্রেতা সত্য চন্দ্রসাহা চুপটি মেরে বসে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক সদস্য ছাড়া কাউকে দেখা যায়নি। ছিলনা তেমন সাজসজ্জা, আনন্দ আয়োজন। দোকানী সত্য চন্দ্রসাহার মতে, এবারের মতো এরকম পূজা আগে দেখিনি। সন্ধ্যা হলে কিছু দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়া সারাদিন তেমন উপস্থিতি দেখা যায়না।

দুর্গাপূজা উদযাপন সমিতির সভাপতি হিরন চন্দ্র হালদার বলেন, প্রত্যন্ত অঞ্চল হলেও প্রতি বছর এখানে অনেক জাকজমকভাবে দুর্গাপূজা উদযাপন হয়। এতে ন্যূনতম সোয়া লাখ থেকে দেড় লাখ টাকার মতো খরচ হয়। এবছর নিজেরা ছাড়া বাইরে থেকে কোন টাকা সংগ্রহ করা হয়নি। মাত্র হাজার পঞ্চাশের মধ্যে সবকিছু সম্পন্ন করতে হচ্ছে। করোনার কারণে এবছর আড়োতি করা হচ্ছে না। যে কারণে অনেকটা নিরানন্দভাবেই দুর্গোৎসব শেষ করতে হচ্ছে। সন্ধ্যার পরই বাজার সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হবে।

আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বে থাকা এস.আই মাছরুল আলমের ভাষ্য, খানখানাপুর, বরাট ও পাচুরিয়া ইউনিয়নের ভ্রাম্যমান পার্টি হিসেবে কাজ করছি। কুঠিপাচুরিয়া সার্বজনিন পুজামন্ডবে এসে আমরা ছাড়া তেমন কোন দর্শনার্থীকে দেখতে পায়নি। এমনকি আয়োজকদেরও তেমন উপস্থিতি নেই। আমরাই বসে বসে বাদাম খাচ্ছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে নিরানন্দ পরিবেশে দুর্গাপূজা উদযাপন

পোস্ট হয়েছেঃ ০৮:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ করোনার কারণে এক প্রকার নিরানন্দ পরিবেশে রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। জনসমাগম ঘটানো যাবে না, আলোকসজ্জা ছাড়াও আগে থেকে রয়েছে নানা ধরনের বিধিনিষেধ। এরপরও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসবের যেমনটা আমেজ প্রত্যাশা করা হয়েছিল তেমনটি দেখা যায়নি।

সোমবার বিজয় দশমীর দিন দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুঠিপাচুরিয়া বাজার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন সমিতির উদ্যোগে এবারও আয়োজন করা হয়েছে। তবে এ বছরের পরিবেশটা ছিল অনেকটাই নিরানন্দময়। রঙ্গিন আলো আর ঢাকের শব্দে মুখর থাকতো সব সময়। ভক্ত ও দর্শনার্থীদের পদচারনায় গোটা এলাকায় মেলা বসতো। কিন্তু এবছর মন্ডবে দর্শনার্থীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি।

স্থানীয় প্রবীন বয়স্ক ঝাল-মিষ্টি বিক্রেতা সত্য চন্দ্রসাহা চুপটি মেরে বসে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক সদস্য ছাড়া কাউকে দেখা যায়নি। ছিলনা তেমন সাজসজ্জা, আনন্দ আয়োজন। দোকানী সত্য চন্দ্রসাহার মতে, এবারের মতো এরকম পূজা আগে দেখিনি। সন্ধ্যা হলে কিছু দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়া সারাদিন তেমন উপস্থিতি দেখা যায়না।

দুর্গাপূজা উদযাপন সমিতির সভাপতি হিরন চন্দ্র হালদার বলেন, প্রত্যন্ত অঞ্চল হলেও প্রতি বছর এখানে অনেক জাকজমকভাবে দুর্গাপূজা উদযাপন হয়। এতে ন্যূনতম সোয়া লাখ থেকে দেড় লাখ টাকার মতো খরচ হয়। এবছর নিজেরা ছাড়া বাইরে থেকে কোন টাকা সংগ্রহ করা হয়নি। মাত্র হাজার পঞ্চাশের মধ্যে সবকিছু সম্পন্ন করতে হচ্ছে। করোনার কারণে এবছর আড়োতি করা হচ্ছে না। যে কারণে অনেকটা নিরানন্দভাবেই দুর্গোৎসব শেষ করতে হচ্ছে। সন্ধ্যার পরই বাজার সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হবে।

আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বে থাকা এস.আই মাছরুল আলমের ভাষ্য, খানখানাপুর, বরাট ও পাচুরিয়া ইউনিয়নের ভ্রাম্যমান পার্টি হিসেবে কাজ করছি। কুঠিপাচুরিয়া সার্বজনিন পুজামন্ডবে এসে আমরা ছাড়া তেমন কোন দর্শনার্থীকে দেখতে পায়নি। এমনকি আয়োজকদেরও তেমন উপস্থিতি নেই। আমরাই বসে বসে বাদাম খাচ্ছি।