Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৩০ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আলোচিত খবর

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া সাড়ে ৬ ঘন্টা বন্ধের পর, সাড়ে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চালু

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জানুয়ারি ২০২৩, ৭:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ টানা দুই সপ্তাহ ধরে কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সাথে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত ১৩ দিনে দৌলতদিয়া-পাটুরিয়ায় প্রায় ৭৫ ঘন্টা ফেরি বন্ধ ছিল। আরিচা-কাজিরহাট রুটে ১০ দিনেই বন্ধ ছিল ৮৫ ঘন্টা। যথা সময়ে যানবাহন নদী পাড়ি দিতে না পারায় দুর্ভোগের শিকার হন।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত পৌনে ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ দুই ঘাটে ফেরিগুলো যানবাহন বোঝাই করে নোঙরে থাকে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বেশ কিছু গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। প্রায় সাড়ে ৬ ঘন্টা পর আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

কুয়াশায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি বন্ধ করে দেয়। এসময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দৌলতদিয়ায় রো রো (বড়) ফেরি শাহ মখদুম, শাহ পরান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কেরামত আলী, ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা, হাসনা হেনা, ফরিদপুর ও কুমিল্লা নামক ৯টি ফেরি নোঙর করে থাকে। সাড়ে ৬ ঘন্টা পর আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়া যানবাহন চালক ও যাত্রীরা কনকনে শীত ও কুয়াশায় দুর্ভোগের শিকার হন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের অধিন মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটেও মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে ফেরি চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে ভারী কুয়াশা পড়তে থাকলে এই রুটে ফেরি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এক পর্যায়ে সামনের সামান্য দূরের কিছুই দেখা না গেলে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি বড় ফেরি মাঝ নদীতে কুয়াশার কবলে আটকা পড়ে। বাকি ফেরিগুলো দুই ঘাটে নোঙর করে আছে। দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা পর বুধবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বলেন, টানা দুই সপ্তাহ ধরে কুয়াশায় এই দুই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এরমধ্যে আরিচা-কাজিরহাট রুটে ফেরি বন্ধ থাকছে বেশি। একটি ফেরিতে নানা ধরনের যানবাহন এবং যাত্রী থাকে। কুয়াশার মধ্যে ফেরি চলতে গেলে দুর্ঘটনার ঝুকি বাড়ে। ঝুঁকি এড়াতেই ফেরি বন্ধ রাখতে হয়। প্রাকৃতিক দুর্যোগের কাছে কারো তো হাত নেই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দের আলোচিত পীর নুরাল হক পাগলের ইন্তেকাল

গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক আটকে ধান মাড়াই, পথচারীদের দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে জোর করে ধর্ষণ, আসামী গ্রেপ্তার

রাজবাড়ী সদর হাসপাতালে ৮ মাসে দুদকের তিন দফা অভিযান, সত্যতা মিললো অনিয়মের

প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে হরতাল

রাজবাড়ীতে প্রবল স্রোতে পদ্মায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড, ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি

চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে বৃদ্ধা আশ্রমের নিবাসীদের খাওয়ালেন কলেজ ছাত্রী শর্মি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ড্যাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

ভারী বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন প্রবাসী সালমান