০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে এবার এক গৃহবধুর মৃত্যু

হেলাল মাহমুদঃ করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ীতে রেখা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. দিপক কুমার বিশ্বাস। গত রোববার রাত সোয়া ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪ জন।

রেখা বেগম রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক অফিসের অফিস সহায়ক মো. লুৎফর রহমানের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনেই রাজবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, ওই গৃহবধু ও তাঁর স্বামীসহ গত ৮ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে করোনার নমুনা প্রদান করেন। গত রোববার (১২ জুলাই) বিকালে করোনার প্রাপ্ত রিপোর্টে দুজনেরই করোনা পজেটিভ আসে। এর মধ্যে হঠাৎ করে ওই দিন (রোববার) রাত সোয়া ৯ টার দিকে জ্বর, ঠান্ডা কাশির সাথে শ্বাসকষ্ট বেড়ে গেলে রেখা বেগমকে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. দিপক কুমার বিশ্বাস রাজবাড়ীমেইলকে বলেন, রোববার রাত সোয়া নয়টার দিকে যখন ওই নারীকে হাসপাতালে আনা হয় তখন সে মৃত। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ীতে গত রোববার (১২ জুলাই) পর্যন্ত আরো ৪০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। তাদের মধ্যে ৩৬৫ জন সুস্থ্য হয়েছেন এবং ৪ জন মারা গেছেন। বাকী সবাই হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে এবার এক গৃহবধুর মৃত্যু

পোস্ট হয়েছেঃ ১০:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

হেলাল মাহমুদঃ করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ীতে রেখা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. দিপক কুমার বিশ্বাস। গত রোববার রাত সোয়া ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪ জন।

রেখা বেগম রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক অফিসের অফিস সহায়ক মো. লুৎফর রহমানের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনেই রাজবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, ওই গৃহবধু ও তাঁর স্বামীসহ গত ৮ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে করোনার নমুনা প্রদান করেন। গত রোববার (১২ জুলাই) বিকালে করোনার প্রাপ্ত রিপোর্টে দুজনেরই করোনা পজেটিভ আসে। এর মধ্যে হঠাৎ করে ওই দিন (রোববার) রাত সোয়া ৯ টার দিকে জ্বর, ঠান্ডা কাশির সাথে শ্বাসকষ্ট বেড়ে গেলে রেখা বেগমকে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. দিপক কুমার বিশ্বাস রাজবাড়ীমেইলকে বলেন, রোববার রাত সোয়া নয়টার দিকে যখন ওই নারীকে হাসপাতালে আনা হয় তখন সে মৃত। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ীতে গত রোববার (১২ জুলাই) পর্যন্ত আরো ৪০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। তাদের মধ্যে ৩৬৫ জন সুস্থ্য হয়েছেন এবং ৪ জন মারা গেছেন। বাকী সবাই হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করছেন।