ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে রাজবাড়ী পৌর ইউ মার্কেটের তৃতীয় তলায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এ বছর শারদীয় দুর্গোৎসব উদযাপন ও পালন করতে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটি সহ সবাইকে সহযোগীতার করতে অনুরোধ জানান বক্তারা।
রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল দত্ত তাপশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমিন।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযসপন পরিষদের সাধারন সম্পাদক ডা. সমীর কুমার দাস প্রমূখ।