০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ মৌসুমের প্রথম কুয়াশায় দুই ঘন্টা বন্ধের পর ফেরি চালু

রাজবাড়মেইল ডেস্কঃ মৌসুমের প্রথম ঘন কুয়াশার কারণে রোববার সকালে প্রায় দুই ঘন্টার মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল করেনি। হঠাৎ এমন কুয়াশার কারণে নৌপথ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। দুর্ভোগের কবলে পড়েন আটকে থাকা যানবাহনের চালক এবং যাত্রী সাধারণ।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, রোববার ভোর থেকেই নদী পথে ঘন কুয়াশা পড়তে থাকে। বেলা বাড়ার সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে এক পর্যায়ে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ সকাল সোয়া ৭টার দিকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়। এর আগে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া সবকটি ফেরি পাটুরিয়া ঘাটের কাছে গিয়ে পৌছে। প্রায় ২০ মিনিট পর সাড়ে ৭টার দিকে কুয়াশার কারণে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘন্টা পর সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চালু হয়। এ সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে বা মাঝ নদীতে কোন ফেরি আটকা ছিলনা। তবে সবকটি ফেরি পাটুরিয়া ঘাট এলাকায় নোঙর করে ছিল। প্রায় দুই ঘন্টার মতো নৌযান চলাচল বন্ধ থাকায় যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরী হয়। আটকা পড়ে কয়েকশ গাড়ি। দুর্ভোগের শিকার হন গাড়ি চালক এবং যাত্রী সাধারন।

চুয়পাডাঙ্গা থেকে আসা মুরগির খাবার বোঝাই একটি কার্ভাডভ্যান চালক মো. সাহাবুদ্দিন বলেন, শনিবার বিকেলে গোয়ালন্দ মোড় পৌছলে পুলিশ আটকে দেয়। সারারাত শেষে ভোরের দিকে ছেড়ে দিলে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এসে দাড়ায়। এর কিছুক্ষণ পরই কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। চার ঘন্টার বেশি সময় ধরে ঘাটেই আটকে আছি। এখন পর্যন্ত ফেরিতে ওঠতে পারিনি। আমার মতো এরকম বেশ কিছু গাড়ি কয়েক ঘন্টা ধরে আটকে থাকছে।

এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরো জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৮টি ফেরি চলাচল করতো। এর মধ্যে কয়েকদিন আগে দুইটি ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফিরিয়ে নেয়। বাড়ি ১৬টি ফেরির মধ্যে কয়েকদিন ধরে রো রো (বড়) ফেরি আমানত শাহ যান্ত্রিক ক্রটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে চারটি ঘাট সচল রয়েছে। ফেরি স্বল্পতার কারণেও কিছুটা যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ মৌসুমের প্রথম কুয়াশায় দুই ঘন্টা বন্ধের পর ফেরি চালু

পোস্ট হয়েছেঃ ০৯:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

রাজবাড়মেইল ডেস্কঃ মৌসুমের প্রথম ঘন কুয়াশার কারণে রোববার সকালে প্রায় দুই ঘন্টার মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল করেনি। হঠাৎ এমন কুয়াশার কারণে নৌপথ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। দুর্ভোগের কবলে পড়েন আটকে থাকা যানবাহনের চালক এবং যাত্রী সাধারণ।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, রোববার ভোর থেকেই নদী পথে ঘন কুয়াশা পড়তে থাকে। বেলা বাড়ার সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে এক পর্যায়ে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ সকাল সোয়া ৭টার দিকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়। এর আগে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া সবকটি ফেরি পাটুরিয়া ঘাটের কাছে গিয়ে পৌছে। প্রায় ২০ মিনিট পর সাড়ে ৭টার দিকে কুয়াশার কারণে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘন্টা পর সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চালু হয়। এ সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে বা মাঝ নদীতে কোন ফেরি আটকা ছিলনা। তবে সবকটি ফেরি পাটুরিয়া ঘাট এলাকায় নোঙর করে ছিল। প্রায় দুই ঘন্টার মতো নৌযান চলাচল বন্ধ থাকায় যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরী হয়। আটকা পড়ে কয়েকশ গাড়ি। দুর্ভোগের শিকার হন গাড়ি চালক এবং যাত্রী সাধারন।

চুয়পাডাঙ্গা থেকে আসা মুরগির খাবার বোঝাই একটি কার্ভাডভ্যান চালক মো. সাহাবুদ্দিন বলেন, শনিবার বিকেলে গোয়ালন্দ মোড় পৌছলে পুলিশ আটকে দেয়। সারারাত শেষে ভোরের দিকে ছেড়ে দিলে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এসে দাড়ায়। এর কিছুক্ষণ পরই কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। চার ঘন্টার বেশি সময় ধরে ঘাটেই আটকে আছি। এখন পর্যন্ত ফেরিতে ওঠতে পারিনি। আমার মতো এরকম বেশ কিছু গাড়ি কয়েক ঘন্টা ধরে আটকে থাকছে।

এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরো জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৮টি ফেরি চলাচল করতো। এর মধ্যে কয়েকদিন আগে দুইটি ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফিরিয়ে নেয়। বাড়ি ১৬টি ফেরির মধ্যে কয়েকদিন ধরে রো রো (বড়) ফেরি আমানত শাহ যান্ত্রিক ক্রটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে চারটি ঘাট সচল রয়েছে। ফেরি স্বল্পতার কারণেও কিছুটা যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।