০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

মইন মৃধা, রাজবাড়ীঃ কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। রোববার রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে দিবাগত রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ১০ থেকে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, রোববার রাতে নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১১টার পর থেকে দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে ঘন কুয়াশার কবলে পড়ে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে আছে বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামের তিনটি ইউটিলিটি (ছোট) ফেরি। লোড নিয়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন ঘাট-পন্টুনে ভিড়ে আছে চারটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামত আলী, শাহ্পরাণ ও চন্দ্রমল্লিকা। অপর চারটি ফেরি ভাষা শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, ঢাকা ও মাধবীলতা ভিড়ে আছে নৌপথের পাটুরিয়া ঘাটে।

সরজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সাড়ি তৈরি হয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী।
দীর্ঘ সোয়া ১১ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন যানবাহনের যাত্রী, চালক ও সহযোগিরা।

কুষ্টিয়া থেকে রোববার রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্স যোগে বোনকে নিয়ে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছেন গোলাম মওলা নামে এক রোগীর ভাই। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাটে কথা হয় তার সাথে। এসময় তিনি বলেন, রাত ১০ টার পর এসে ঘাটে এসে আটকা পড়ি। পরে শুনতে পাই কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সারারাত বোনকে নিয়ে ঘাটে অপেক্ষা করেছি, কখন ফেরি ছাড়বে। অ্যাম্বুলেন্সে অক্সিজেন থাকায় আমার বোনের তেমন কোন অসুবিধা হয়নি। তবে সারা রাত শীতের মধ্যে অনেক কষ্টে কেটেছে, এমনকি বোনকে নিয়ে অনেক ঝুঁকির মধ্যে সময় পার করেছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ বলেন, ঘন কুয়াশার কারনে রোববার রাত ১১ টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে এলে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় বেশ কিছু যাত্রীবাহী বাস, পণ্যবাহী যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে, আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

পোস্ট হয়েছেঃ ১০:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

মইন মৃধা, রাজবাড়ীঃ কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। রোববার রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে দিবাগত রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ১০ থেকে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, রোববার রাতে নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১১টার পর থেকে দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে ঘন কুয়াশার কবলে পড়ে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে আছে বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামের তিনটি ইউটিলিটি (ছোট) ফেরি। লোড নিয়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন ঘাট-পন্টুনে ভিড়ে আছে চারটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামত আলী, শাহ্পরাণ ও চন্দ্রমল্লিকা। অপর চারটি ফেরি ভাষা শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, ঢাকা ও মাধবীলতা ভিড়ে আছে নৌপথের পাটুরিয়া ঘাটে।

সরজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সাড়ি তৈরি হয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী।
দীর্ঘ সোয়া ১১ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন যানবাহনের যাত্রী, চালক ও সহযোগিরা।

কুষ্টিয়া থেকে রোববার রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্স যোগে বোনকে নিয়ে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছেন গোলাম মওলা নামে এক রোগীর ভাই। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাটে কথা হয় তার সাথে। এসময় তিনি বলেন, রাত ১০ টার পর এসে ঘাটে এসে আটকা পড়ি। পরে শুনতে পাই কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সারারাত বোনকে নিয়ে ঘাটে অপেক্ষা করেছি, কখন ফেরি ছাড়বে। অ্যাম্বুলেন্সে অক্সিজেন থাকায় আমার বোনের তেমন কোন অসুবিধা হয়নি। তবে সারা রাত শীতের মধ্যে অনেক কষ্টে কেটেছে, এমনকি বোনকে নিয়ে অনেক ঝুঁকির মধ্যে সময় পার করেছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ বলেন, ঘন কুয়াশার কারনে রোববার রাত ১১ টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে এলে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় বেশ কিছু যাত্রীবাহী বাস, পণ্যবাহী যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে, আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে।