০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়াঃ তৃতীয় দিনের মতো সাড়ে ৮ ঘন্টা বন্ধের পর ফেরি চালু, দুর্ভোগ

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ তিন দিন ধরে কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হয়। সোমবার দিবাগত মধ্যরাত থেকে কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি বন্ধ করে দেয়। মঙ্গলবার বেলা ১১টার পর কুয়াশা কমতে থাকলে সাড়ে ৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধের কারণে মহাসড়কের তিন কিলোমিটারের বেশি লম্বা লাইনে কয়েকশ গাড়ি আটকে থাকে।

মঙ্গলবার ভোর থেকে বেলা সাড়ে দশটা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, পাঁচ নম্বর ফেরি ঘাটে তিনটি বড় ও একটি ছোট ফেরি নোঙর করে আছে। পাশের তিন নম্বর ঘাটেও একটি বড় ও একটি ছোট ফেরি নোঙর করে রয়েছে। কুয়াশার মধ্যে যানবাহনগুলো সড়কে স্থীর হয়ে দাড়িয়ে আছে। যানবাহনের যাত্রীদের কেউ গাড়িতেই ঘুমিয়ে আছেন। আবার কেউ রাস্তার পাশে চা দাড়িয়ে চা পান করছেন। আবার কেউবা হোটেল থেকে নাস্তার কাজ সেরে নিচ্ছে।

যশোরের পাইকগাছা থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে সোমবার দিবাগত রাত একটার দিকে দৌলতদিয়ায় পৌছেন ব্যবসায়ী জালাল সরদার। সামনের গাড়ির লাইন শেষে কিছুক্ষণ পর দৌলতদিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে বাসটি শাহ আলী নামক রো রো ফেরিতে উঠে। ফেরিতে ওঠার ১৫ মিনিট পর প্রায় মাঝ নদীতে পৌছার আগেই ঘন কুয়াশার কবলে পড়ে। উপায় না পেয়ে ফেরিটি পুনরায় ঘাটে ফিরে আসে। এরপর থেকে এখন পর্যন্ত ঘাটেই বসে আছি।

খুলনা থেকে আসা ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স চালক আব্দুল হালিম বলেন, জরুরীভাবে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা করে রাত তিনটার দিকে ঘাটে পৌছি। এখন পর্যন্ত (আজ বেলা সাড়ে ১০টা) ঘাটেই বসে আছি। আমার মতো এরকম বহু গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় সিরিয়াল দিয়ে বসে আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, গত তিন দিন ধরে কুয়াশার কারনে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত আড়াইটা থেকে বেলা এগারটা পর্যন্ত ফেরি বন্ধ থাকায় অসংখ্য মানুষ দুর্ভোগের শিকার হন। দৌলতদিয়া ঘাটের মতো পাটুরিয়া ঘাটেও বহু গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়াঃ তৃতীয় দিনের মতো সাড়ে ৮ ঘন্টা বন্ধের পর ফেরি চালু, দুর্ভোগ

পোস্ট হয়েছেঃ ০৪:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ তিন দিন ধরে কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হয়। সোমবার দিবাগত মধ্যরাত থেকে কুয়াশা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি বন্ধ করে দেয়। মঙ্গলবার বেলা ১১টার পর কুয়াশা কমতে থাকলে সাড়ে ৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধের কারণে মহাসড়কের তিন কিলোমিটারের বেশি লম্বা লাইনে কয়েকশ গাড়ি আটকে থাকে।

মঙ্গলবার ভোর থেকে বেলা সাড়ে দশটা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, পাঁচ নম্বর ফেরি ঘাটে তিনটি বড় ও একটি ছোট ফেরি নোঙর করে আছে। পাশের তিন নম্বর ঘাটেও একটি বড় ও একটি ছোট ফেরি নোঙর করে রয়েছে। কুয়াশার মধ্যে যানবাহনগুলো সড়কে স্থীর হয়ে দাড়িয়ে আছে। যানবাহনের যাত্রীদের কেউ গাড়িতেই ঘুমিয়ে আছেন। আবার কেউ রাস্তার পাশে চা দাড়িয়ে চা পান করছেন। আবার কেউবা হোটেল থেকে নাস্তার কাজ সেরে নিচ্ছে।

যশোরের পাইকগাছা থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে সোমবার দিবাগত রাত একটার দিকে দৌলতদিয়ায় পৌছেন ব্যবসায়ী জালাল সরদার। সামনের গাড়ির লাইন শেষে কিছুক্ষণ পর দৌলতদিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে বাসটি শাহ আলী নামক রো রো ফেরিতে উঠে। ফেরিতে ওঠার ১৫ মিনিট পর প্রায় মাঝ নদীতে পৌছার আগেই ঘন কুয়াশার কবলে পড়ে। উপায় না পেয়ে ফেরিটি পুনরায় ঘাটে ফিরে আসে। এরপর থেকে এখন পর্যন্ত ঘাটেই বসে আছি।

খুলনা থেকে আসা ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স চালক আব্দুল হালিম বলেন, জরুরীভাবে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা করে রাত তিনটার দিকে ঘাটে পৌছি। এখন পর্যন্ত (আজ বেলা সাড়ে ১০টা) ঘাটেই বসে আছি। আমার মতো এরকম বহু গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় সিরিয়াল দিয়ে বসে আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, গত তিন দিন ধরে কুয়াশার কারনে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত আড়াইটা থেকে বেলা এগারটা পর্যন্ত ফেরি বন্ধ থাকায় অসংখ্য মানুষ দুর্ভোগের শিকার হন। দৌলতদিয়া ঘাটের মতো পাটুরিয়া ঘাটেও বহু গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।