০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

“ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন ও উদ্যম” এর শুকনা খাবার ও ওষুধ বিতরণ

জীবন চক্রবর্তীঃ ‘ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন’ উদ্যোগে বৃহস্পতিবার সকালে ও আগের দিন বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার হতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট পর্যন্ত ট্রলারে করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন ও উদ্যমের ভলেন্টিয়ার বৃন্দ। ২৮২টি পরিবারের মাঝে শুকনা খাবার ও ওষুধ পত্র প্রদান করেছে।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলার যেসকল শিক্ষার্থী ঢাকায় পড়ালেখা করে, তাদের সমন্বয়ে গঠিত এই সংগঠন। সংগঠনের সদস্যরা করোনাকালীন সময়ে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়ীতে অবস্থান করছেন। হঠাৎ বন্যার করাল গ্রাসে যখন নদী তীরবর্তী লোকজনের ঘরবাড়ি পানিতে ভাসমান, বন্যা কবলিত লোকজন ঘরবাড়ি রেখে গরু-ছাগল নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নেয়। কেউ কেউ ঘরের মধ্যে পানি তবুও সেখানেই অতি কষ্টে দিন যাপন করে। এসকল বন্যা প্লাবিত অসহায় মানুষদের দুঃখ কষ্ট দেখে উক্ত সংগঠনটি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করে। তাদের নিজেদের অর্থায়নে, সিনিয়র বড় ভাইবোনদের অসহযোগিতায় এবং অন্যান্য ফাউন্ডেশনের সহযোগিতায় তারা টাকা সংগ্রহ করে ২৮২টি ত্রাণের প্যাকেট তৈরি করে।

ওই সব প্যাকেটে ছিল চিড়া,মুড়ি,পারুটি, কেক, চিনি, চিপস, ফিটকারী, খখাবার স্যালাইন, বিভিন্ন প্রকার ওষুধ যেমন: মেট্রিল, এমোডিস, নাপা ইত্যাদি। তারা বানভাসি এলাকায় নৌকা নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে যেমন: গুদার বাজার, অন্তারমোড়,পিয়ার আলিমোড়, তেনাপচা, মুন্সিবাজার, কাউলজানি, ক্যানেল ঘাট প্রভৃতি স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে।

অন্তরমোড় এলাকার রেজি বেগম( ৫৫) বলেন, “বাবারে আমাগের এহানে সরকারি কোনো সাহায্য দেয় নাই, তুমরাই পেরতম আমাগের সাহায্য দিলা, তোমরা যা দিচাও এইডাই আমাগের কাছে এহন অনেক কিছু”।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রথম আলোর অদম্য মেধাবী রবিউল হাসান রবি, উপ সমাজসেবা সম্পাদক রকিবুল হাসান, উদ্যম এর সহসভাপতি মেহেদী হাসান,বাপ্পী, সাধারণ সম্পাদক জাদিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান বেগ প্রমুখ ছাত্রবৃন্দ। মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এসকল তরুণ সৈনিকেরা বানভাসি অসহায় লোকজনের পাশে এসে দাঁড়িয়েছে।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর সংগঠনের সভাপতি ও প্রথম আলোর অদম্য মেধাবী রবিউল হাসান রবি বলেন,” আমরা সকলেই ছাত্র, আমাদের দেখাদেখি এলাকার বিত্তবান লোকজন যাহাতে সকলে অসহায় এসকল বন্যার্তদের সাহায্যদান করে এটাই আমাদের প্রত্যাশা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

“ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন ও উদ্যম” এর শুকনা খাবার ও ওষুধ বিতরণ

পোস্ট হয়েছেঃ ০৩:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

জীবন চক্রবর্তীঃ ‘ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন’ উদ্যোগে বৃহস্পতিবার সকালে ও আগের দিন বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার হতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট পর্যন্ত ট্রলারে করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন ও উদ্যমের ভলেন্টিয়ার বৃন্দ। ২৮২টি পরিবারের মাঝে শুকনা খাবার ও ওষুধ পত্র প্রদান করেছে।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলার যেসকল শিক্ষার্থী ঢাকায় পড়ালেখা করে, তাদের সমন্বয়ে গঠিত এই সংগঠন। সংগঠনের সদস্যরা করোনাকালীন সময়ে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়ীতে অবস্থান করছেন। হঠাৎ বন্যার করাল গ্রাসে যখন নদী তীরবর্তী লোকজনের ঘরবাড়ি পানিতে ভাসমান, বন্যা কবলিত লোকজন ঘরবাড়ি রেখে গরু-ছাগল নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নেয়। কেউ কেউ ঘরের মধ্যে পানি তবুও সেখানেই অতি কষ্টে দিন যাপন করে। এসকল বন্যা প্লাবিত অসহায় মানুষদের দুঃখ কষ্ট দেখে উক্ত সংগঠনটি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করে। তাদের নিজেদের অর্থায়নে, সিনিয়র বড় ভাইবোনদের অসহযোগিতায় এবং অন্যান্য ফাউন্ডেশনের সহযোগিতায় তারা টাকা সংগ্রহ করে ২৮২টি ত্রাণের প্যাকেট তৈরি করে।

ওই সব প্যাকেটে ছিল চিড়া,মুড়ি,পারুটি, কেক, চিনি, চিপস, ফিটকারী, খখাবার স্যালাইন, বিভিন্ন প্রকার ওষুধ যেমন: মেট্রিল, এমোডিস, নাপা ইত্যাদি। তারা বানভাসি এলাকায় নৌকা নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে যেমন: গুদার বাজার, অন্তারমোড়,পিয়ার আলিমোড়, তেনাপচা, মুন্সিবাজার, কাউলজানি, ক্যানেল ঘাট প্রভৃতি স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে।

অন্তরমোড় এলাকার রেজি বেগম( ৫৫) বলেন, “বাবারে আমাগের এহানে সরকারি কোনো সাহায্য দেয় নাই, তুমরাই পেরতম আমাগের সাহায্য দিলা, তোমরা যা দিচাও এইডাই আমাগের কাছে এহন অনেক কিছু”।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রথম আলোর অদম্য মেধাবী রবিউল হাসান রবি, উপ সমাজসেবা সম্পাদক রকিবুল হাসান, উদ্যম এর সহসভাপতি মেহেদী হাসান,বাপ্পী, সাধারণ সম্পাদক জাদিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান বেগ প্রমুখ ছাত্রবৃন্দ। মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এসকল তরুণ সৈনিকেরা বানভাসি অসহায় লোকজনের পাশে এসে দাঁড়িয়েছে।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর সংগঠনের সভাপতি ও প্রথম আলোর অদম্য মেধাবী রবিউল হাসান রবি বলেন,” আমরা সকলেই ছাত্র, আমাদের দেখাদেখি এলাকার বিত্তবান লোকজন যাহাতে সকলে অসহায় এসকল বন্যার্তদের সাহায্যদান করে এটাই আমাদের প্রত্যাশা।