০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আচরণবিবিধ লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আগামী ১১ নভেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভকলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অনেকে করছেন আচরণবিধি লঙ্ঘন। সোমবার দিবাগত রাতে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউপি চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, রাত ৮টার পর থেকে সব ধরনের প্রচারণা নিষেধ থাকলেও কেউ কেউ তা মানছেন না বলে অভিযোগ আসতে থাকে। এমন অভিযোগ পাওয়ার পর রাতে ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে খোঁজ নেওয়া হয়। এসময় রাত সাড়ে ৮টার দিকে আচরণবিধি লঙ্ঘন করে অনেক মানুষজন নিয়ে মিছিল ও শোডাউন দেওয়ায় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আব্দুর রহমানকে (ফুটবল) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সরকার দলীয় নৌকার চেয়ারম্যান আমজাদ হোসেন নৌকার বিলবোর্ড স্থাপন করে তাতে আলোকসজ্জা করেছেন। এটিও আচরণ বিধি লঙ্ঘন। রাত সাড়ে ৯টার দিকে সংবাদের সত্যতা পাওয়া গেলে পরে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেনকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দন্ডপ্রাপ্তদেরকে সতর্ক করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে ছোটভাকলা ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আমজাদ হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরিত পাশে পুরাতন একটি পোস্টারে স্থানীয় কেউ অতি উৎসাহী হয়ে করতে পারে। বিষয়টি আমার জানা ছিল না। ওই সময় নির্বাচনী প্রচারণায় আমি অন্যত্র ছিলাম। তবে আচরণবিধি লঙ্ঘণ হয় এমন কাজ কখনই আমি করিনা বা করার চেষ্টাও করিনা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আচরণবিবিধ লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীকে জরিমানা

পোস্ট হয়েছেঃ ১১:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আগামী ১১ নভেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভকলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অনেকে করছেন আচরণবিধি লঙ্ঘন। সোমবার দিবাগত রাতে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউপি চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, রাত ৮টার পর থেকে সব ধরনের প্রচারণা নিষেধ থাকলেও কেউ কেউ তা মানছেন না বলে অভিযোগ আসতে থাকে। এমন অভিযোগ পাওয়ার পর রাতে ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে খোঁজ নেওয়া হয়। এসময় রাত সাড়ে ৮টার দিকে আচরণবিধি লঙ্ঘন করে অনেক মানুষজন নিয়ে মিছিল ও শোডাউন দেওয়ায় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আব্দুর রহমানকে (ফুটবল) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সরকার দলীয় নৌকার চেয়ারম্যান আমজাদ হোসেন নৌকার বিলবোর্ড স্থাপন করে তাতে আলোকসজ্জা করেছেন। এটিও আচরণ বিধি লঙ্ঘন। রাত সাড়ে ৯টার দিকে সংবাদের সত্যতা পাওয়া গেলে পরে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেনকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দন্ডপ্রাপ্তদেরকে সতর্ক করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে ছোটভাকলা ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আমজাদ হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরিত পাশে পুরাতন একটি পোস্টারে স্থানীয় কেউ অতি উৎসাহী হয়ে করতে পারে। বিষয়টি আমার জানা ছিল না। ওই সময় নির্বাচনী প্রচারণায় আমি অন্যত্র ছিলাম। তবে আচরণবিধি লঙ্ঘণ হয় এমন কাজ কখনই আমি করিনা বা করার চেষ্টাও করিনা।