০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় ট্রলার ডুবি, প্লাস্টিক ডোব ধরে কয়েক কিলোমিটার ভাটি থেকে উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের মাঝামাঝি স্থানে উত্তাল পদ্মায় ঢেউয়ের আঘাতে ইঞ্জিন চালিত ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা দুই জন ফেরির ষ্টাফদের সহযোগিতায় উঠতে পারলেও আরেকজনকে স্রোতে বহুদুর টেনে নিয়ে যায়। প্রায় ৬ কিলোমিটার ভাটি থেকে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

নৌপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাউলিকান্দা গ্রামের শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বাসা ভাড়া নেয়। বুধবার সকালে বাড়ি থেকে ঘরের জিনিসপত্র নিয়ে দৌলতদিয়ায় আসতে ছিলেন। পাটুরিয়া ফেরি ঘাট এলাকার সবজেল এর ষ্টীল বোডির প্রায় ২৮ হাত লম্বা ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে শরীফ। সবজেলের সাথে সহযোগী হিসেবে নৌকায় আসেন শিবালয়ের বরুরিয়া গ্রামের তারন মোল্লা।

উদ্ধার হওয়া তারন মোল্লা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শরীফের বাড়ির জিনিসপত্র নিয়ে নতুন বাসার জন্য দৌলতদিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রলারটি মাঝ নদীতে পৌছলে স্রোতের পাশাপাশি বড় বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়। এসময় দৌলতদিয়া ঘাটগামী বড় ফেরি শাহজালালের পাশ দিয়ে আসার সময় হঠাৎ করে কয়েকটি বড় ঢেউ এসে আঘাত করলে নৌকার আগা মাথা ডুবে যায়। মুহুর্তের মধ্যে নৌকাটি ডুবে গেলে আমি নিজে ফেরির র‌্যাম ধরে উপরে ওঠার চেষ্টা করি। ট্রলার ডুবতে দেখে ফেরিতে থাকা লোকজন দ্রুত মোটা রশি ফেলে দিলে ওই রশি ধরে সবজেলও উদ্ধার হয়। কিন্তু স্রোতের তোড়ে ভেসে যায় শরীফ। এসময় নৌকায় থাকা প্লাস্টিকে জার বা ডোভ ধরে মাঝ নদী থেকে ভাসতে ভাসতে কয়েক কিলোমিটার ভাটিতে শিবালয় আড়ুয়া ইউনিয়নের মান্ডাকোলা এলাকায় চলে যায়। এসময় সেখানকার জেলেরা দেখে ফেললে তাকে উদ্ধার করে তাদের নৌকায় তুলে নিয়ে পাটুরিয়া ঘাটে নামিয়ে দেয়। ট্রলার বোঝাই শরীফের বাড়ির ঘরের আসবাবপত্র ছিল।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্নাফ আলী বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে দ্রুত ফেরিঘাটে গিয়ে ফেরিতে উদ্ধার হওয়া তারন মোল্লা ও সবজেলকে প্রাথমিকভাবে সেবা সশ্রুসা করে পাটুরিয়ায় পাঠিয়ে দেই। নিখোঁজ অপর ব্যক্তি শরীফকে স্রোতে টেনে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই নদী থেকে প্রায় ৬ কিলোমিটার ভাটিতে স্থানীয় জেলেরা শরীফকে উদ্ধার করে পাটুরিয়ায় পৌছে দেয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মায় ট্রলার ডুবি, প্লাস্টিক ডোব ধরে কয়েক কিলোমিটার ভাটি থেকে উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৭:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের মাঝামাঝি স্থানে উত্তাল পদ্মায় ঢেউয়ের আঘাতে ইঞ্জিন চালিত ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা দুই জন ফেরির ষ্টাফদের সহযোগিতায় উঠতে পারলেও আরেকজনকে স্রোতে বহুদুর টেনে নিয়ে যায়। প্রায় ৬ কিলোমিটার ভাটি থেকে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

নৌপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাউলিকান্দা গ্রামের শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বাসা ভাড়া নেয়। বুধবার সকালে বাড়ি থেকে ঘরের জিনিসপত্র নিয়ে দৌলতদিয়ায় আসতে ছিলেন। পাটুরিয়া ফেরি ঘাট এলাকার সবজেল এর ষ্টীল বোডির প্রায় ২৮ হাত লম্বা ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে শরীফ। সবজেলের সাথে সহযোগী হিসেবে নৌকায় আসেন শিবালয়ের বরুরিয়া গ্রামের তারন মোল্লা।

উদ্ধার হওয়া তারন মোল্লা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শরীফের বাড়ির জিনিসপত্র নিয়ে নতুন বাসার জন্য দৌলতদিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রলারটি মাঝ নদীতে পৌছলে স্রোতের পাশাপাশি বড় বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়। এসময় দৌলতদিয়া ঘাটগামী বড় ফেরি শাহজালালের পাশ দিয়ে আসার সময় হঠাৎ করে কয়েকটি বড় ঢেউ এসে আঘাত করলে নৌকার আগা মাথা ডুবে যায়। মুহুর্তের মধ্যে নৌকাটি ডুবে গেলে আমি নিজে ফেরির র‌্যাম ধরে উপরে ওঠার চেষ্টা করি। ট্রলার ডুবতে দেখে ফেরিতে থাকা লোকজন দ্রুত মোটা রশি ফেলে দিলে ওই রশি ধরে সবজেলও উদ্ধার হয়। কিন্তু স্রোতের তোড়ে ভেসে যায় শরীফ। এসময় নৌকায় থাকা প্লাস্টিকে জার বা ডোভ ধরে মাঝ নদী থেকে ভাসতে ভাসতে কয়েক কিলোমিটার ভাটিতে শিবালয় আড়ুয়া ইউনিয়নের মান্ডাকোলা এলাকায় চলে যায়। এসময় সেখানকার জেলেরা দেখে ফেললে তাকে উদ্ধার করে তাদের নৌকায় তুলে নিয়ে পাটুরিয়া ঘাটে নামিয়ে দেয়। ট্রলার বোঝাই শরীফের বাড়ির ঘরের আসবাবপত্র ছিল।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্নাফ আলী বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে দ্রুত ফেরিঘাটে গিয়ে ফেরিতে উদ্ধার হওয়া তারন মোল্লা ও সবজেলকে প্রাথমিকভাবে সেবা সশ্রুসা করে পাটুরিয়ায় পাঠিয়ে দেই। নিখোঁজ অপর ব্যক্তি শরীফকে স্রোতে টেনে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই নদী থেকে প্রায় ৬ কিলোমিটার ভাটিতে স্থানীয় জেলেরা শরীফকে উদ্ধার করে পাটুরিয়ায় পৌছে দেয়।