০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণঘাতী করোনা ভাইরাস, যা বললেন দেশের ক্রিকেটাররা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে সোমবার (১৬ মার্চ) সকাল পর্যন্ত নতুন করে ৬৮১ জনের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৭৭ হাজার ৮০০ জন। রবিবার (১৫ মার্চ) রাতে নিজের ফেসবুকে করোনা নিয়ে বার্তা দেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব লেখেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন সাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’

এদিকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। তিনি বলেন, ‘সবার একটু সতর্ক থাকতে হবে। যদি দেখা যায় হাত ধরার দরকার নেই, তাহলে দরকার নেই। সবাই এটা বুঝতে পারছে যে এটা সবার ভালোর জন্যই করা হচ্ছে। একটু সতর্ক থাকতে হবে আমাদের। সতর্ক থাকলে সবার জন্য ভালো।’ মাহমুদউল্লাহ রিয়াদও দেশের মানুষকে সতর্ক থাকতে বলেছেন, ‘আমার মনে হয় কম-বেশি সবাই এটা সম্পর্কে সচেতন। কারণ প্রতিষেধক তো এই মুহূর্তে সেভাবে নেই, যতটুকু আমরা নিজেদের সাবধানে রাখতে পারি, আমরা নিজেরা যতটুকু হাত ধোয়ার অভ্যাস, পরিষ্কার- পরিচ্ছন্ন থাকতে পারবেন ওই জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখতে পারি। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক গুরুত্বপূর্ণ। এসব খেয়াল রাখলে সবার জন্যই ভালো। যেহেতু ক্রিকেট জগতে সবাই কম-বেশি একজন আরেকজনকে চিনি, তো সবাইকে যদি এই বার্তাটা দিতে পারি, একজন আরেকজনের ব্যাপারে সতর্ক হই, সচেতন হই তাহলে মানে সবার জন্য ভালো।’

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রাণঘাতী করোনা ভাইরাস, যা বললেন দেশের ক্রিকেটাররা

পোস্ট হয়েছেঃ ০৪:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে সোমবার (১৬ মার্চ) সকাল পর্যন্ত নতুন করে ৬৮১ জনের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৭৭ হাজার ৮০০ জন। রবিবার (১৫ মার্চ) রাতে নিজের ফেসবুকে করোনা নিয়ে বার্তা দেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব লেখেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন সাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’

এদিকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। তিনি বলেন, ‘সবার একটু সতর্ক থাকতে হবে। যদি দেখা যায় হাত ধরার দরকার নেই, তাহলে দরকার নেই। সবাই এটা বুঝতে পারছে যে এটা সবার ভালোর জন্যই করা হচ্ছে। একটু সতর্ক থাকতে হবে আমাদের। সতর্ক থাকলে সবার জন্য ভালো।’ মাহমুদউল্লাহ রিয়াদও দেশের মানুষকে সতর্ক থাকতে বলেছেন, ‘আমার মনে হয় কম-বেশি সবাই এটা সম্পর্কে সচেতন। কারণ প্রতিষেধক তো এই মুহূর্তে সেভাবে নেই, যতটুকু আমরা নিজেদের সাবধানে রাখতে পারি, আমরা নিজেরা যতটুকু হাত ধোয়ার অভ্যাস, পরিষ্কার- পরিচ্ছন্ন থাকতে পারবেন ওই জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখতে পারি। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক গুরুত্বপূর্ণ। এসব খেয়াল রাখলে সবার জন্যই ভালো। যেহেতু ক্রিকেট জগতে সবাই কম-বেশি একজন আরেকজনকে চিনি, তো সবাইকে যদি এই বার্তাটা দিতে পারি, একজন আরেকজনের ব্যাপারে সতর্ক হই, সচেতন হই তাহলে মানে সবার জন্য ভালো।’