Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশায় ৪ ঘন্টা বন্ধের পর ফেরি চালু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মৌসুমের দ্বিতীয় বারের মতো ঘন কুয়াশায় বুধবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৪ ঘন্টার মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিল। ফেরি চলতে না পারায় দৌলতদিয়া প্রান্তে ৪টি এবং পাটুরিয়া প্রান্তে বাকি ৬টি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, মঙ্গলবার দিবাগত সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে কুয়াশার মাত্রা বাড়তে থাকায় ফেরি, লঞ্চ সহ সকল প্রকার নৌযান চলাচল ব্যাহত হয়। কুয়াশার মধ্যে ফেরি চলাচল অব্যাহত থাকলেও রাত শেষের দিকে আজ বুধবার ভোররাত ৪টার আগ থেকে ফেরি চালানো অনেকটা দুষ্কর হয়ে পড়ে। এক পর্যায়ে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ভোররাত ৪টা থেকে ফেরি চালানো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরি দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে নোঙর করে থাকতে বাধ্য হয়। দৌলতদিয়া প্রান্তে দুটি বড় ও দুটি ছোট ফেরি নোঙর করে থাকে। একইভাবে পাটুরিয়া প্রান্তে ছোট-বড় ৬টি ফেরি নোঙর করতে বাধ্য হয়। সকাল পৌনে ৮টার দিকে কুয়াশা কমতে থাকলে ৮টার দিকে ফেরিগুলো ঘাট ছাড়তে থাকে। ঘন কুয়াশার কারনে মঙ্গলবার রাত থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী তেমন গাড়ি না আসায় দৌলতদিয়া প্রান্তে গাড়ির জট ছিলনা। একইভাবে রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী গাড়ি তেমনটি না আসায় পাটুরিয়া প্রান্তে গাড়ির কোন সিরিয়াল ছিলনা।

এদিকে মঙ্গলবার রাত থেকে নদী পথের পাশাপাশি সড়ক পথেও ঘন কুয়াশা পড়ায় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়। গাজীপুর থেকে ব্যক্তিগত নিয়ে মঙ্গলবার রাতে ফরিদপুর যাচ্ছিলেন যুব উদ্যোক্তা শামসুল হক। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, নদী পথের পাশাপাশি সড়ক পথেও এত কুয়াশা পড়েছে গাড়ির হেড লাইট জ্বালিয়েও কাজ হচ্ছিলনা। গাড়ির গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার। খুবই সতর্কতার সাথে গাড়ি চালিয়ে আসতে হয়েছে। মাঝে মধ্যে সড়কের কোথাও এত ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে সামান্য কয়েক ফুট দূরের কিছুই দেখা যাচ্ছিল না।

সাভারের একটি পোশাক কারখানার বস্ত্র প্রকৌশলী রাকিবুল হক পরিবারের সদস্যদের নিয়ে মানিকগঞ্জ থেকে বেড়ানো শেষে মঙ্গলবার রাত ৮টার দিকে পাটুরিয়া থেকে রওয়ানা করেন। সারা নদী পথ কুয়াশার কারনে খুবই সতর্কতার সাথে ফেরি চলতে থাকে। সামান্য ৪ কিলোমিটার নদীপথ পাড়ি দিতে তাদের এক ঘন্টারও বেশি সময় লেগেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, মৌসুমের দ্বিতীয় বারের মতো মঙ্গলবার রাত থেকে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে কুয়াশা অতিমাত্রায় পড়তে থাকায় নৌযানগুলি সতর্কতার সাথে চলছিল। রাত শেষে ভোররাতের দিকে এত ঘন কুয়াশা পড়ে, বাধ্য হয়ে ফেরি বন্ধ করে দেওয়া হয়। ৪ ঘন্টার মতো ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কিছু যানবাহন আটকা পড়ে। সকাল ৮টার দিকে ফেরি ছাড়লে আটকে থাকা যানবাহন দ্রুত ঘাট মুক্ত হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন