০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ডায়রিয়ার রোগী শয্যার তুলনায় ১২ গুণ রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গত কয়েকদিন ধরে রাজবাড়ীতে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এতে নির্ধারিত শয্যার চেয়ে প্রায় ১২ গুণ রোগী এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলায় মোট ৭৬ জন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৫০ জন, পাংশায় ১২, কালুখালীতে ৫, বালিয়াকান্দিতে ৩ এবং গোয়ালন্দে ৬ জন আছেন।

গত এক মাসে পুরো জেলায় ১ হাজার ২৬ জন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত সাত দিনেই ৬০৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজবাড়ী সদরে সর্বোচ্চ ৪৫৫ জন, পাংশায় ৪৭, কালুখালীতে ১৩, বালিয়াকান্দিতে ২৮ এবং গোয়ালন্দে ৬৩ জন।

শনিবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে ১২টি শয্যা থাকলেও সেখানে প্রায় ১৫০ জন রোগী ভর্তি আছেন। রোগীদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সবাই আছেন। তবে হাসপাতালে শয্যা না পেয়ে বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের বারান্দায় বিছানা পেতে শুয়ে আছেন। বারান্দার দুই পাশে রোগীদের বিছানার কারণে সেখানে পা ফেলার মতো জায়গা নেই।

সদর উপজেলার ধুঞ্চির বাসিন্দা বৃষ্টি আক্তার বলেন, গতকাল রাত থেকে ডায়রিয়া শুরু হয়। এরপর এক রাতের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হওয়ায় সকালে এসে তিনি হাসপাতালে ভর্তি হন।

লক্ষ্মীকোলের বাসিন্দা রত্না আক্তার বলেন, তিনি দুই দিন ধরে হাসপাতালে। আক্রান্ত হওয়ার পর বাড়িতেই স্যালাইন খাচ্ছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। এ কারণে তিনি হাসপাতালে চলে আসেন। তবে হাসপাতালের টয়লেটগুলোর ব্যবহারের অনুপযোগী বলে অভিযোগ জানান তিনি।

রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। আগে থেকেও রোগী ভর্তি ছিল। এখন সবমিলিয়ে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। এক সপ্তাহ ধরেই হঠাৎ করে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকার বিভাগীয় পরিচালক বেলাল হোসেন, রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক নাজমুল ইসলামসহ একটি ঊর্ধ্বতন দল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। তাঁরা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেছেন। তরলজাতীয় খাবার খেতে বলা হয়েছে। পরিষ্কার পানি পান করতে বলেছেন।

ডায়রিয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে পরামর্শ দিয়ে মোহাম্মদ ইব্রাহিম বলেন, এক সপ্তাহের মধ্যে রাজবাড়ীতে প্রকোপ আকার ধারণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানি বা দূষিত খাবার থেকে এই রোগ ছড়িয়েছে। বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাই সবাইকে পানি ফুটিয়ে পান করতে হবে। বাইরের খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ডায়রিয়ার রোগী শয্যার তুলনায় ১২ গুণ রোগী ভর্তি

পোস্ট হয়েছেঃ ১০:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গত কয়েকদিন ধরে রাজবাড়ীতে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এতে নির্ধারিত শয্যার চেয়ে প্রায় ১২ গুণ রোগী এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলায় মোট ৭৬ জন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৫০ জন, পাংশায় ১২, কালুখালীতে ৫, বালিয়াকান্দিতে ৩ এবং গোয়ালন্দে ৬ জন আছেন।

গত এক মাসে পুরো জেলায় ১ হাজার ২৬ জন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত সাত দিনেই ৬০৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজবাড়ী সদরে সর্বোচ্চ ৪৫৫ জন, পাংশায় ৪৭, কালুখালীতে ১৩, বালিয়াকান্দিতে ২৮ এবং গোয়ালন্দে ৬৩ জন।

শনিবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে ১২টি শয্যা থাকলেও সেখানে প্রায় ১৫০ জন রোগী ভর্তি আছেন। রোগীদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সবাই আছেন। তবে হাসপাতালে শয্যা না পেয়ে বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের বারান্দায় বিছানা পেতে শুয়ে আছেন। বারান্দার দুই পাশে রোগীদের বিছানার কারণে সেখানে পা ফেলার মতো জায়গা নেই।

সদর উপজেলার ধুঞ্চির বাসিন্দা বৃষ্টি আক্তার বলেন, গতকাল রাত থেকে ডায়রিয়া শুরু হয়। এরপর এক রাতের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হওয়ায় সকালে এসে তিনি হাসপাতালে ভর্তি হন।

লক্ষ্মীকোলের বাসিন্দা রত্না আক্তার বলেন, তিনি দুই দিন ধরে হাসপাতালে। আক্রান্ত হওয়ার পর বাড়িতেই স্যালাইন খাচ্ছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। এ কারণে তিনি হাসপাতালে চলে আসেন। তবে হাসপাতালের টয়লেটগুলোর ব্যবহারের অনুপযোগী বলে অভিযোগ জানান তিনি।

রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। আগে থেকেও রোগী ভর্তি ছিল। এখন সবমিলিয়ে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। এক সপ্তাহ ধরেই হঠাৎ করে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকার বিভাগীয় পরিচালক বেলাল হোসেন, রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক নাজমুল ইসলামসহ একটি ঊর্ধ্বতন দল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। তাঁরা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেছেন। তরলজাতীয় খাবার খেতে বলা হয়েছে। পরিষ্কার পানি পান করতে বলেছেন।

ডায়রিয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে পরামর্শ দিয়ে মোহাম্মদ ইব্রাহিম বলেন, এক সপ্তাহের মধ্যে রাজবাড়ীতে প্রকোপ আকার ধারণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানি বা দূষিত খাবার থেকে এই রোগ ছড়িয়েছে। বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাই সবাইকে পানি ফুটিয়ে পান করতে হবে। বাইরের খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে।