০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনীর ইন্তেকাল

মোক্তার হোসেনঃ রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজারস্থ নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানী ঢাকার লায়েন্স স্পিনিং মিলের সাবেক সিকিউরিটি অফিসার মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনী বেশ কিছুদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। রোববার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের আগে তার গার্ড অব অনার প্রদান করা হয়। রাজবাড়ী পুলিশ লাইন্সের এ.এস.আই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পাংশার সহকারী কমিশনার (ভুমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার এস.আই রবিউল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউপির মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল জব্বারসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিগন উপস্থিত ছিলেন। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনীর কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার নামাজ শেষে হাবাসপুর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান-মেম্বার, এলাকাবাসী, মরহুমের আত্মীয়-স্বজন জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মো. এনামুল হক। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, দুই ভাই ও দুই বোন, বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহি রেখে গেছেন তিনি। মরহুম মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনীর জ্যেষ্ঠ পুত্র পুলিশ কনস্টবল শেখ আব্দুল্লাহ (বাপ্পী) পরিবারের পক্ষ থেকে পিতার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনীর ইন্তেকাল

পোস্ট হয়েছেঃ ১০:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

মোক্তার হোসেনঃ রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজারস্থ নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানী ঢাকার লায়েন্স স্পিনিং মিলের সাবেক সিকিউরিটি অফিসার মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনী বেশ কিছুদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। রোববার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের আগে তার গার্ড অব অনার প্রদান করা হয়। রাজবাড়ী পুলিশ লাইন্সের এ.এস.আই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পাংশার সহকারী কমিশনার (ভুমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার এস.আই রবিউল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউপির মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল জব্বারসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিগন উপস্থিত ছিলেন। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনীর কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার নামাজ শেষে হাবাসপুর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান-মেম্বার, এলাকাবাসী, মরহুমের আত্মীয়-স্বজন জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মো. এনামুল হক। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, দুই ভাই ও দুই বোন, বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহি রেখে গেছেন তিনি। মরহুম মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনীর জ্যেষ্ঠ পুত্র পুলিশ কনস্টবল শেখ আব্দুল্লাহ (বাপ্পী) পরিবারের পক্ষ থেকে পিতার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।