০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আবারও অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী নাট্য উৎসব

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “সুস্থ সংস্কৃতির চর্চাই হোক দুর্নীতি মুক্ত সমাজ গঠনের হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে আবারও রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হচ্ছে তিন ব্যাপী নাট্যোৎসব-২০২৩। করোনার কারনে বিগত দুই বছর এ উৎসব বন্ধ ছিল। নতুন করে নাট্যোৎসব ৪ মার্চ শনিবার থেকে শুরু হবে। চলবে আগামী ৬ মার্চ সোমবার পর্যন্ত।

গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পৌর শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত চলবে এই উৎসব। এজন্য গোয়ালন্দ বাজার সম্মিলিত নাট্যদল কার্যালয়ে চলছে নাটকের শেষ মুহুর্তের মহড়া। বেশ কিছুদিন ঝিমিয়ে থাকা শিল্পীরা প্রতিদিন ব্যাস্ত সময় পার করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিন দিন ব্যাপী উৎসব উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।

আয়োজকরা জানান, গোয়ালন্দ পৌরসভাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ৮ বছর ধরে ফেব্রুয়ারী মাসের শেষের তিনদিন নাট্যোৎসবের আয়োজন হয়। এবারও তিন দিনের তার জোর প্রস্তুতি চলছে। করোনার কারনে ২০২১ ও ২০২২ সালে এ উৎসব বন্ধ ছিল। শিল্পীরা তিনটি নাট্যোৎসবে অংশ নিতে নাট্যকার শ্রী রঞ্জন দেবনাথের সামাজিক নাটক ‘চরিত্রহীন’ ‘অনুসন্ধান’ ও ভৈরব দেবনাথের ঐতিহাসিক ‘নাচ মহল’ নাটকের মহড়া চলে।

মো. ইসলাম মোল্লার নাট্য নির্দেশনা ও পরিচালনায় এ বছর তিন দিনের নাটকে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার সাহা, দিলিপ কুমার সাহা, আজিজ মন্ডল, রফিকুল ইসলাম জুনা, রঞ্জন কুমার রাহা, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, আবু সাইদ কুটি মনি, জীবন চক্রবর্তী, বাদল বিশ্বাস, মুরাদ আল রেজা, রফিকুল ইসলাম সালু, আব্দুল খালেক খান, সাইফুর রহমান পারভেজ, কাজী মনির, শফিক মন্ডল, সুজিদ কুমার দাস, অর্ক সাহা (শিশু শিল্পী) ও ইসলাম মোল্লা। নারী চরিত্রে তমা রাণী, লক্ষ্মী রানী, সাবিত্রী, গায়িকা ও নায়িকা বণশ্রী এবং স্মারকে হরেন্দ্র নাথ মন্ডল।

গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল কাদের শেখ বলেন, ৮ বছর ধরে নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে তিন দিন নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। দুই বছর করোনার কারনে উৎসব বন্ধ ছিল। ইসলাম মোল্লার পরিচালনায় আবার ৪ মার্চ শনিবার থেকে তিন দিন ব্যাপী নাট্য উৎসব শুরু হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

অনুষ্ঠানের উদ্বোধক পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বন্ধ হওয়ায় কিশোর-তরুণ বিপথে ধাপিত হচ্ছে। সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হিসেবে নাটকের বিকল্প নেই। আমরা নাট্যোৎসবের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি। আশা করি আবারও জমে উঠবে তিন দিনের নাট্যোৎসব।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আবারও অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী নাট্য উৎসব

পোস্ট হয়েছেঃ ১০:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “সুস্থ সংস্কৃতির চর্চাই হোক দুর্নীতি মুক্ত সমাজ গঠনের হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে আবারও রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হচ্ছে তিন ব্যাপী নাট্যোৎসব-২০২৩। করোনার কারনে বিগত দুই বছর এ উৎসব বন্ধ ছিল। নতুন করে নাট্যোৎসব ৪ মার্চ শনিবার থেকে শুরু হবে। চলবে আগামী ৬ মার্চ সোমবার পর্যন্ত।

গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পৌর শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত চলবে এই উৎসব। এজন্য গোয়ালন্দ বাজার সম্মিলিত নাট্যদল কার্যালয়ে চলছে নাটকের শেষ মুহুর্তের মহড়া। বেশ কিছুদিন ঝিমিয়ে থাকা শিল্পীরা প্রতিদিন ব্যাস্ত সময় পার করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিন দিন ব্যাপী উৎসব উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।

আয়োজকরা জানান, গোয়ালন্দ পৌরসভাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ৮ বছর ধরে ফেব্রুয়ারী মাসের শেষের তিনদিন নাট্যোৎসবের আয়োজন হয়। এবারও তিন দিনের তার জোর প্রস্তুতি চলছে। করোনার কারনে ২০২১ ও ২০২২ সালে এ উৎসব বন্ধ ছিল। শিল্পীরা তিনটি নাট্যোৎসবে অংশ নিতে নাট্যকার শ্রী রঞ্জন দেবনাথের সামাজিক নাটক ‘চরিত্রহীন’ ‘অনুসন্ধান’ ও ভৈরব দেবনাথের ঐতিহাসিক ‘নাচ মহল’ নাটকের মহড়া চলে।

মো. ইসলাম মোল্লার নাট্য নির্দেশনা ও পরিচালনায় এ বছর তিন দিনের নাটকে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার সাহা, দিলিপ কুমার সাহা, আজিজ মন্ডল, রফিকুল ইসলাম জুনা, রঞ্জন কুমার রাহা, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, আবু সাইদ কুটি মনি, জীবন চক্রবর্তী, বাদল বিশ্বাস, মুরাদ আল রেজা, রফিকুল ইসলাম সালু, আব্দুল খালেক খান, সাইফুর রহমান পারভেজ, কাজী মনির, শফিক মন্ডল, সুজিদ কুমার দাস, অর্ক সাহা (শিশু শিল্পী) ও ইসলাম মোল্লা। নারী চরিত্রে তমা রাণী, লক্ষ্মী রানী, সাবিত্রী, গায়িকা ও নায়িকা বণশ্রী এবং স্মারকে হরেন্দ্র নাথ মন্ডল।

গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল কাদের শেখ বলেন, ৮ বছর ধরে নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে তিন দিন নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। দুই বছর করোনার কারনে উৎসব বন্ধ ছিল। ইসলাম মোল্লার পরিচালনায় আবার ৪ মার্চ শনিবার থেকে তিন দিন ব্যাপী নাট্য উৎসব শুরু হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

অনুষ্ঠানের উদ্বোধক পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বন্ধ হওয়ায় কিশোর-তরুণ বিপথে ধাপিত হচ্ছে। সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হিসেবে নাটকের বিকল্প নেই। আমরা নাট্যোৎসবের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি। আশা করি আবারও জমে উঠবে তিন দিনের নাট্যোৎসব।