০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় উপনির্বাচনে ৪নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হলেন আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড সদস্য উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন মন্ডল (টিউবওয়েল)। তিনি ইউনিয়ন পরিষদের প্রয়াত প্যানেল চেয়ারম্যান ও ওই ওয়ার্ডের সদস্য আব্দুল গণি মন্ডলের ছেলে। বুধবার সন্ধ্যায় বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার দেওয়ান তোফায়েল হোসেন।

জানা গেছে, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। এর মধ্যে প্রয়াত ইউপি সদস্য আব্দুল গণি মন্ডলের ছেলে আলমগীর হোসেন (টিউওবয়েল) ও জাহিদুল ইসলাম (ফুটবল)। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৬২৪ এবং নারী ভোটার সংখ্যা ১ হাজার ৫০৭। এরমধ্যে ২ হাজার ৩৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্যে ৩২টি ভোট নষ্ট হয়।

বিজয়ী প্রাথী আলমগীর হোসেন মন্ডল টিউবওয়েল প্রতিকে মোট ভোট পেয়েছেন ১ হাজার ৬৩৮ ভোট এবং পরাজিত প্রাথী জাহিদুল ইসলাম ফুটবল প্রতিকে পেয়েছেন ৬৭৮ ভোট। নির্বাচনে মোট কেন্দ্রের মোট ৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ৩১ মার্চ রাত পৌনে দশটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ৪নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গণি মন্ডল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মাত্র ৫০ গজ দূরে ভাগ্নেকে সাথে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। এতে তার পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। এসময় তাকে দ্রুত প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন অস্ত্রপচার শেষে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। পরবর্তীতে নির্বাচন কমিশন ওই ওয়ার্ডে শূন্য ঘোষণা করে। দীর্ঘ এক বছর তিন মাস পর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তারই ছেলে আলমগীর হোসেন মন্ডল বিপুল ভোটে বিজয়ী হন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় উপনির্বাচনে ৪নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হলেন আলমগীর হোসেন

পোস্ট হয়েছেঃ ১১:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড সদস্য উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন মন্ডল (টিউবওয়েল)। তিনি ইউনিয়ন পরিষদের প্রয়াত প্যানেল চেয়ারম্যান ও ওই ওয়ার্ডের সদস্য আব্দুল গণি মন্ডলের ছেলে। বুধবার সন্ধ্যায় বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার দেওয়ান তোফায়েল হোসেন।

জানা গেছে, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। এর মধ্যে প্রয়াত ইউপি সদস্য আব্দুল গণি মন্ডলের ছেলে আলমগীর হোসেন (টিউওবয়েল) ও জাহিদুল ইসলাম (ফুটবল)। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৬২৪ এবং নারী ভোটার সংখ্যা ১ হাজার ৫০৭। এরমধ্যে ২ হাজার ৩৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্যে ৩২টি ভোট নষ্ট হয়।

বিজয়ী প্রাথী আলমগীর হোসেন মন্ডল টিউবওয়েল প্রতিকে মোট ভোট পেয়েছেন ১ হাজার ৬৩৮ ভোট এবং পরাজিত প্রাথী জাহিদুল ইসলাম ফুটবল প্রতিকে পেয়েছেন ৬৭৮ ভোট। নির্বাচনে মোট কেন্দ্রের মোট ৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ৩১ মার্চ রাত পৌনে দশটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ৪নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গণি মন্ডল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মাত্র ৫০ গজ দূরে ভাগ্নেকে সাথে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। এতে তার পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। এসময় তাকে দ্রুত প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন অস্ত্রপচার শেষে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। পরবর্তীতে নির্বাচন কমিশন ওই ওয়ার্ডে শূন্য ঘোষণা করে। দীর্ঘ এক বছর তিন মাস পর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তারই ছেলে আলমগীর হোসেন মন্ডল বিপুল ভোটে বিজয়ী হন।