০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ ঘাট এলাকার চিহিৃত ছিনতাইকারী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড এলাকা থেকে আশিক মোল্লা (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে। পুলিশের দাবী মতে, সে দৌলতদিয়া ঘাট এলাকার শীর্ষ চিহিৃত ছিনতাইকারী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৮টি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির মামলা রয়েছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আশিক মোল্লাকে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর দৌলতদিয়া ঘাট ফেরিঘাট বিকল্প সড়কের মাথায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টার অভিযোগ রয়েছে। ওই দিন পুলিশ হাতেনাতে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তিতে আশিকের নাম উঠে আসে।

ওসি আরো জানান, আশিকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৬ সাল থেকে শুরু করে অদ্যবদি পর্যন্ত মোট ৮টি মাদক, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় তার নিজস্ব বাহিনী দ্বারা যাত্রীদের মালামাল ছিনতাইসহ লুট করতো। বুধবার বিকেলেই তাকে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ ঘাট এলাকার চিহিৃত ছিনতাইকারী গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৯:৫১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড এলাকা থেকে আশিক মোল্লা (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে। পুলিশের দাবী মতে, সে দৌলতদিয়া ঘাট এলাকার শীর্ষ চিহিৃত ছিনতাইকারী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৮টি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির মামলা রয়েছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আশিক মোল্লাকে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর দৌলতদিয়া ঘাট ফেরিঘাট বিকল্প সড়কের মাথায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টার অভিযোগ রয়েছে। ওই দিন পুলিশ হাতেনাতে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তিতে আশিকের নাম উঠে আসে।

ওসি আরো জানান, আশিকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৬ সাল থেকে শুরু করে অদ্যবদি পর্যন্ত মোট ৮টি মাদক, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় তার নিজস্ব বাহিনী দ্বারা যাত্রীদের মালামাল ছিনতাইসহ লুট করতো। বুধবার বিকেলেই তাকে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।