০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা দায়ের, দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সোমবার স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন জনের মধ্যে দুইজনকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখিয়েছে। এছাড়া মনোয়ারা বেগম নামের অপর নারীকে ছেড়ে দিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উজানচর ইউপির সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার আফসার উদ্দিন শেখ এর ছেলে সেলিম শেখ (৩২) ও পাশের দুদুখান পাড়া গ্রামের মৃত রহিম শেখ এর ছেলে আজিজুল শেখ (৪০)। পুলিশ তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করেছে। নিহত ব্যবসায়ী আলমাস উপজেলার উজানচর ইউপির সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার মৃত বাবু খার ছেলে। সে স্থানীয় আজিজুল শেখ এর বিস্কুট কারখানা থেকে বিস্কুট কিনে বিভিন্ন দোকানে বিক্রি করতো। তার স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে।

মামলার এজাহারে বলেন, গত শনিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রান্না ঘর থেকে মানুষের শব্দ পেয়ে দেখেন স্বামী আলমাছ, তার বন্ধু তোতা ও মুরাদ গল্প করছেন। রাত ১২টার দিকে শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন কেউ নেই। বাইরে গেছে ভেবে ঘরের দরজা খুলে তিনি ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে ঘুম ভাঙলে দেখেন তখনো স্বামী বাড়ি ফিরেননি। এসময় মোবাইল ফোন বন্ধ পান। প্রতিবেশী ভাস্তি জামাই রাশেদকে ডেকে রাতে তোতা ও মুরাদ সাথে ছিল। এরপর থেকে পাওয়া যাচ্ছে না বলে খোঁজ করতে বলেন। আলমাছ কোথায় জানতে চাইলে রাশেদের কাছে তোতা জানায়, সেলিমের ফোন পেয়ে রাতে বেরিয়ে যায়। সেলিমের বাড়িতে গিয়ে আলমাছ কোথায় জানতে চাইলে জানায়, তিন দিন ধরে দেখা হয়নি। সাড়ে ৯টার দিকে আলমাছের স্ত্রী সেলিম বাড়ির পিছনে গিয়ে দেখেন রক্তের দাগ কোদাল দিয়ে চেচে তুলছেন সেলিম। কিসের রক্ত জানতে চাইলে জানান, মুরগি জবাই করা রক্ত। বাড়ি ফিরে আসলে বেলা আড়াইটার দিকে স্থানীয় ছাত্তার মোল্লার পুকুরে একটি বস্তাবন্দি লাশ পাওয়ার খবর পেয়ে দেখেন পুলিশ সহ কয়েকজন বস্তাটি টেনে রাস্তায় তুলছেন। পরে বস্তার মুখ খুলে দেখতে পান আলমাসের জবাই করা লাশ।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরীকালে দেখেন, আলমাছের পড়নে লুঙ্গি ও শার্ট রয়েছ। লুঙ্গির কোমরে হেরোইন সেবনের একটি ফুয়েল পেপার ছিল। আলমাসের ঘার ও মাথায় ৯টি ধারালো অস্ত্রের কোপের আঘাতের চিহৃ রয়েছে। জবাইয়েরক পর পলিথিন দিয়ে মাথা ঢেকে পুরো দেহটি একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তাভর্তি করে ফেলে দেয়।

পুকুর মালিক ছাত্তার মোল্লা জানান, মরা মুরগি ভর্তি বস্তা পুকুরে ফেলেছে ভেবে সেলিমের সাথে কেন ফেলেছে বলে কথা কাটাকাটি করে। পরে তিনি নিজেই মাঠি খুঁড়ে বস্তাটি মাটি চাপা দেওয়ার জন্য টান দিলে মানুষের পা বেরিয়ে যায়। তখনই তিনি চিৎকার করে বলেন এটি মানুষের লাশ। স্থানীয় ইউপি সদস্য চুন্নু মীর মালতের মাধ্যমে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, প্রাথমিকভাবে হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আনা অপর নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি। তবে পুলিশ সার্বক্ষনিক মাঠে কাজ করছে। আশা করি খুব শীঘ্রই হত্যার কারণ উদঘাটন করা যাবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা দায়ের, দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে

পোস্ট হয়েছেঃ ০৫:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সোমবার স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন জনের মধ্যে দুইজনকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখিয়েছে। এছাড়া মনোয়ারা বেগম নামের অপর নারীকে ছেড়ে দিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উজানচর ইউপির সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার আফসার উদ্দিন শেখ এর ছেলে সেলিম শেখ (৩২) ও পাশের দুদুখান পাড়া গ্রামের মৃত রহিম শেখ এর ছেলে আজিজুল শেখ (৪০)। পুলিশ তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করেছে। নিহত ব্যবসায়ী আলমাস উপজেলার উজানচর ইউপির সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার মৃত বাবু খার ছেলে। সে স্থানীয় আজিজুল শেখ এর বিস্কুট কারখানা থেকে বিস্কুট কিনে বিভিন্ন দোকানে বিক্রি করতো। তার স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে।

মামলার এজাহারে বলেন, গত শনিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রান্না ঘর থেকে মানুষের শব্দ পেয়ে দেখেন স্বামী আলমাছ, তার বন্ধু তোতা ও মুরাদ গল্প করছেন। রাত ১২টার দিকে শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন কেউ নেই। বাইরে গেছে ভেবে ঘরের দরজা খুলে তিনি ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে ঘুম ভাঙলে দেখেন তখনো স্বামী বাড়ি ফিরেননি। এসময় মোবাইল ফোন বন্ধ পান। প্রতিবেশী ভাস্তি জামাই রাশেদকে ডেকে রাতে তোতা ও মুরাদ সাথে ছিল। এরপর থেকে পাওয়া যাচ্ছে না বলে খোঁজ করতে বলেন। আলমাছ কোথায় জানতে চাইলে রাশেদের কাছে তোতা জানায়, সেলিমের ফোন পেয়ে রাতে বেরিয়ে যায়। সেলিমের বাড়িতে গিয়ে আলমাছ কোথায় জানতে চাইলে জানায়, তিন দিন ধরে দেখা হয়নি। সাড়ে ৯টার দিকে আলমাছের স্ত্রী সেলিম বাড়ির পিছনে গিয়ে দেখেন রক্তের দাগ কোদাল দিয়ে চেচে তুলছেন সেলিম। কিসের রক্ত জানতে চাইলে জানান, মুরগি জবাই করা রক্ত। বাড়ি ফিরে আসলে বেলা আড়াইটার দিকে স্থানীয় ছাত্তার মোল্লার পুকুরে একটি বস্তাবন্দি লাশ পাওয়ার খবর পেয়ে দেখেন পুলিশ সহ কয়েকজন বস্তাটি টেনে রাস্তায় তুলছেন। পরে বস্তার মুখ খুলে দেখতে পান আলমাসের জবাই করা লাশ।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরীকালে দেখেন, আলমাছের পড়নে লুঙ্গি ও শার্ট রয়েছ। লুঙ্গির কোমরে হেরোইন সেবনের একটি ফুয়েল পেপার ছিল। আলমাসের ঘার ও মাথায় ৯টি ধারালো অস্ত্রের কোপের আঘাতের চিহৃ রয়েছে। জবাইয়েরক পর পলিথিন দিয়ে মাথা ঢেকে পুরো দেহটি একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তাভর্তি করে ফেলে দেয়।

পুকুর মালিক ছাত্তার মোল্লা জানান, মরা মুরগি ভর্তি বস্তা পুকুরে ফেলেছে ভেবে সেলিমের সাথে কেন ফেলেছে বলে কথা কাটাকাটি করে। পরে তিনি নিজেই মাঠি খুঁড়ে বস্তাটি মাটি চাপা দেওয়ার জন্য টান দিলে মানুষের পা বেরিয়ে যায়। তখনই তিনি চিৎকার করে বলেন এটি মানুষের লাশ। স্থানীয় ইউপি সদস্য চুন্নু মীর মালতের মাধ্যমে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, প্রাথমিকভাবে হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আনা অপর নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি। তবে পুলিশ সার্বক্ষনিক মাঠে কাজ করছে। আশা করি খুব শীঘ্রই হত্যার কারণ উদঘাটন করা যাবে।